প্রীতি পোদ্দার, কলকাতা: এবার শুধু হলুদ নয়, দর্শন করতে পারবেন বিশালাকার সবুজ অ্যানাকোন্ডাকেও। তাও আবার আলিপুর চিড়িয়াখানাতে! হ্যাঁ, এটাই সত্যি, এবার দর্শনার্থীদের জন্য বড় চমক আনতে চলেছে কর্তৃপক্ষ। দীর্ঘ প্রতীক্ষার পর শেষমেশ সবুজ অ্যানাকোন্ডা আসছে আলিপুর চিড়িয়াখানায়। আগামী সপ্তাহে বিশেষ টিম নিয়ে আসবে এই বিশালাকার সাপ।
অবশেষে মিলল ছাড়পত্র
আলিপুর চিড়িয়াখানার কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে দেশের একমাত্র মাদ্রাজ ক্রোকোডাইল ব্যাঙ্কে রয়েছে সবুজ অ্যানাকোন্ডা। এখান থেকেই আলিপুরে হলুদ অ্যানাকোন্ডা নিয়ে আসা হয়েছিল। প্রথমে সেখানেই তাই সবুজ অ্যানাকোন্ডার খোঁজে গিয়েছিল আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
তবে কেন্দ্রীয় জু অথরিটির ছাড়পত্র না মেলায় খালি হাতেই ফিরে আসতে হয়েছিল আলিপুর চিড়িয়াখানাকে। তবে হাল ছাড়েনি কর্তৃপক্ষ। দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে আলিপুরকে চারটি সবুজ অ্যানাকোন্ডা দিতে রাজি হয় মাদ্রাজ ক্রোকোডাইল ব্যাঙ্ক।
কী বলছেন চিড়িয়াখানার অধিকর্তা?
জানা গিয়েছে, আলিপুর চিড়িয়াখানা গত বুধবার, কেন্দ্রীয় জু অথরিটির ছাড়পত্র হাতে পেয়ে গিয়েছে। আর সেই ছাড়পত্র পাওয়া মাত্রই প্রস্তুতি শুরু করে দিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। বিশেষ সূত্রে জানা গিয়েছে আগামী সপ্তাহে বিশেষ টিম রওনা দেবে চেন্নাইয়ের এই মাদ্রাজ ক্রোকোডাইল ব্যাঙ্কে। সেখান থেকেই আসবে এই বিশালাকার সবুজ সাপ।
আলিপুর চিড়িয়াখানার অধিকর্তা অরুণ মুখোপাধ্যায় জানিয়েছেন, চারটি সবুজ অ্যানাকোন্ডার শাবক পাঠানো হচ্ছে। ধাপে ধাপে সেগুলি নিয়ে আসা হবে। তাদের থাকার জন্য যা যা প্রয়োজন, তা আগেই তৈরি করা ছিল। এখন শুধু তাদের স্বাগত জানানোর পালা।
আরও পড়ুন: আর নয় চুপ! এবার DA-সহ একাধিক দাবিতে পেন ডাউন কর্মসূচি কলকাতা পুরসভায়
উল্লেখ্য আমাজনের দৈত্য অ্যানাকোন্ডা বলা হয়ে থাকে সবুজ অ্যানাকোন্ডাকে। কারণ এটি হলুদ অ্যানাকোন্ডার থেকে আরও বড় এবং বিশালাকার হয়ে থাকে। আর খোঁজ পাওয়ার জন্য আলিপুর চিড়িয়াখানা বিদেশেরও দ্বারস্থ হয়েছিল।
আশা করা যাচ্ছে সবুজ অ্যানাকোন্ডা শুধু চিড়িয়াখানার সংগ্রহশালাকেই সমৃদ্ধ করবে না, দর্শনার্থীদের মধ্যেও নতুন কৌতূহল ও আগ্রহ তৈরি করবে। তাইতো চিড়িয়াখানার কর্মীরা ইতিমধ্যেই নতুন সদস্যদের ঘর সাজাতে শুরু করেছেন।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |