পালিয়ে মুসলিম ছেলেকে বিয়ে! জীবিত মেয়ের শ্রাদ্ধ করে সম্পর্ক ত্যাগ নদিয়ার পরিবারের

Published:

Alive Girl Funeral ceremony
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: বেঁচে রয়েছে, প্রেম করে সংসারও বেঁধেছে। অথচ পরিবারে তার জায়গা নেই! মেয়ের অপরাধ, সে ভিন্ন ধর্মের এক মুসলিম যুবককে বিয়ে করেছে। আর সেই সম্পর্ক মেনে নিতে না পেরে জীবিত মেয়েরই শ্রাদ্ধ (Alive Girl Funeral Ceremony) করে ফেলল তার পরিবার। শুধু তাই নয়, তার ছবি, জামাকাপড়, বইখাতা, সবকিছুই পুড়িয়ে ছাই করে ফেলল তার মা। ঘটনাটি ঘটেছে নদীয়ার সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জ থানার খাটুরা উত্তরপাড়ায়।

পরিবারের কাছে রিয়া এখন অতীত

জানা যাচ্ছে, মেয়ের নাম রাখি বিশ্বাস, ওরফে রিয়া। সে কৃষ্ণগঞ্জ কলেজের প্রথম বর্ষের ছাত্রী। পরিবার সূত্রে জানা গেল, রাখি এক মুসলিম যুবকের সঙ্গে সম্প্রতি প্রেমের সম্পর্কে জড়িয়ে ছিল। এমনকি পরে তারা পালিয়ে বিয়েও করে। যদিও পরিবারের চাপে প্রথমে সে বাড়ি ফিরে এসেছিল, তবে ফের স্বামীর কাছে চম্পট দেয় রাখি।

রিয়ার চলে যাওয়াতে ভেঙে পড়ে তার পরিবার। একমাত্র কন্যা সন্তানকে হারিয়ে কার্যত দিশেহারা অবস্থা হয়ে পড়ে তার পরিবারের। রিয়ার বাবা টোটন বিশ্বাস বর্তমানে কর্মসূত্রে ইসরাইলে। এমনকি যুদ্ধ পরিস্থিতিতে আটকে থাকায় সে দেশেও ফিরতে পারেনি। তাই মেয়ের কাকা সোমনাথ বিশ্বাস নিজেই ন্যাড়া হয়ে শ্রাদ্ধ অনুষ্ঠান সম্পন্ন করেন।

আরও পড়ুনঃ জুনের শেষ সপ্তাহে লটারি কেটে কোটিপতি হবেন এই ৭ রাশির ব্যক্তিরা!

জানা গিয়েছে, বাড়িতে পুরোহিতোও ডাকা হয়েছিল। এমনকি সমস্ত নিয়ম মেনে জীবিত মেয়ের ছবিতে মালাও পড়ানো হয়। পাশাপাশি গঙ্গাজল ছিটিয়ে তার শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়। এমনকি তাঁর মা তাঁর জামাকাপড়, বইখাতা, ছবি, সবই আগুনে পুড়িয়ে দেয়।

তার মায়ের বক্তব্য, মেয়ে আমাদের কথা শোনেনি। বারবার বলার পরেও বুঝলো না। আর আজ থেকে সে আমাদের পরিবারে নেই। যে নিজের ধর্ম, পরিবার সবকিছু ত্যাগ করে চলে যেতে পারে, সে আমাদের কাছে কেউ না। আজ ও মরে গেলেও আমাদের কোনও যায় আসে না।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join