AC কোচের ভাড়া! আন্দামান, লাক্ষাদ্বীপ গেলে বিরাট সুবিধা! DA ছাড়াই কর্মীদের খুশ করে দিল নবান্ন

Published on:

government employees

প্রীতি পোদ্দার, কলকাতা: বর্তমানে কেন্দ্রীয় সরকার, সরকারী কর্মীদের মহার্ঘ ভাতা (Dearness allowance) বা DA এর পরিমাণ ৩ শতাংশ বাড়িয়ে মোট ৫৩ শতাংশ করা হয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার এখনও DA এর পরিমাণ ১৪ তেই আটকে রয়েছে। এই অবস্থায় এখনও তাই সমকেন্দ্রীয় হারে DA পাওয়ার আন্দোলন জারি রেখেছে রাজ্য সরকারী কর্মীরা। তবে এই আন্দোলনের মাঝে এবার এল LTC সংক্রান্ত সুখবর। এখন থেকে রাজ্য সরকারের সব শ্রেণির কর্মী LTC-HTC-তে ট্রেনে সপরিবারে ভ্রমণে শীতাতপ নিয়ন্ত্রিত শ্রেণির ভাড়া পাবেন। বছর শেষে রাজ্য সরকারের এই নয়া চমকে খুব খুশি রাজ্য সরকারী কর্মীরা।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

অর্থ দফতরের নয়া বিজ্ঞপ্তি

সম্প্রতি রাজ্য অর্থ দপ্তর এর তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যে সকল কর্মীদের মূল বেতন ৫০ হাজার টাকার কম, তাঁরা এখন থেকে এসি থ্রি টিয়ারের ভাড়া পাবেন। এবং এর থেকে বেশি মূল বেতনের কর্মীরা এসি টু টিয়ারের ভাড়া পাবেন। এছাড়াও যে ট্রেনগুলিতে শুধু চেয়ারকার এর ব্যবস্থা রয়েছে, সেখানে এসি শ্রেণির ভাড়া পাওয়া যাবে। যা দেখে উৎফুল্ল হয়ে উঠেছে রাজ্য সরকারি কর্মীরা।

এছাড়াও LTC-র নয়া নিয়ম অনুযায়ী জাহাজে করে আন্দামান বা লাক্ষাদ্বীপ গেলে ৫০ হাজার বেতনের বেশি টাকার মূল বেতনের কর্মীরা প্রথম অথবা ‘‌এ’‌ শ্রেণির কেবিনের ভাড়া পাবেন। তার থেকে কম বেতন যাঁরা পান তাঁরা দ্বিতীয় বা ‘‌বি’‌ শ্রেণির কেবিনের ভাড়া পাবেন। আর এই নতুন নিয়মকে খুশি মনে স্বাগত জানিয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সদস্যরা।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

৫ বছর অন্তর ভ্রমণ করার ভাতা মিলবে

যদিও এর আগে LTC-HTC-তে এতটা সুযোগ–সুবিধা ছিল না। যা ছিল তাতে অনেক ক্ষেত্রে নিজেদেরকেই বেশি খরচ করতে হতো। এবং গ্রুপ সি ও গ্রুপ ডি শ্রেণির কর্মীদের একটা অংশ এলটিসি বা এইচটিসি’‌তে স্লিপার ক্লাসের ভাড়া পেতেন। তাই দিঘা–মন্দারমণি থেকে পুরী, বারাণসী–সহ কয়েকটি জায়গায় সফর সীমাবন্ধ ছিল রাজ্য সরকারি কর্মীদের। কিন্তু এবার সেই সফরের পথ আরও বিস্তৃত হতে চলেছে। এখন থেকে রাজ্য সরকারের সব কর্মচারীই এসি শ্রেণির ভাড়া পাবেন। কর্মীরা ৫ বছর অন্তর সপরিবারে এই ভ্রমণ করার ভাতা পান।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group