প্রীতি পোদ্দার, কলকাতা: হাতে মাত্র আর কয়েকটা দিন। তারপরেই গোটা কলকাতা শহর জুড়ে বড়দিনের আনন্দে মাততে চলেছে। তাই বড়দিনের আগে যাতে যাত্রীদের কোনো অসুবিধার মুখে পড়তে না হয় তারজন্য এবার বিরাট ঘোষণা করল কলকাতা মেট্রো (Kolkata Metro) কর্তৃপক্ষ। ফলে যাত্রী দুর্ভোগ এবার অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে কর্তৃপক্ষের তরফ থেকে।
জানা গিয়েছে মাত্র চারটি বাদে আগামী সোমবার থেকে সব মেট্রো চলবে দক্ষিণেশ্বর পর্যন্ত। অর্থাৎ এবার মেট্রো রেলের ব্লু লাইনে সর্বশেষ মেট্রো স্টেশন হতে চলেছে দক্ষিণেশ্বর। যেহেতু নয়া পরিস্থিতিতে পরিষেবা মিলতে চলেছে তাই কলকাতা মেট্রোর প্রথম এবং শেষ পরিষেবার সময়সীমাও অনেকটা বদলাতে চলেছে। আপাতত পরীক্ষামূলকভাবে এই বিষয়টি কার্যকর হচ্ছে। আমাদের আজকের প্রতিবেদনের মাধ্যমে একনজরে সম্পূর্ণ তালিকা দেখে নেওয়া যাক।
সোমবার থেকে শনিবার পর্যন্ত প্রথম মেট্রোর সময়সূচি-
- সকাল ৬.৫০ মিনিটে নয়া পরিষেবার মাধ্যমে নোয়াপাড়া থেকে কবি সুভাষ যাবে।
- সকাল ৬.৫০ মিনিটে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাবে।
- সকাল ৬.৫৫ মিনিটে দক্ষিণশ্বের থেকে কবি সুভাষ পর্যন্ত যাবে।
- সকাল ৬.৫৫ মিনিটে মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাবে।
সোমবার থেকে শনিবার পর্যন্ত শেষ মেট্রোর সময়সূচি
- রাত ৯.৩০ মিনিটে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত চলবে।
- রাত ৯.৩৩ মিনিটে দক্ষিণশ্বের থেকে কবি সুভাষ পর্যন্ত চলবে ।
- রাত ৯.৪০ মিনিটে কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত চলবে।
সোমবার থেকে শনিবার দমদম পর্যন্ত কোন কোন মেট্রো চলবে?
- রাত ৮.২৭ মিনিটে কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত মেট্রো চলবে।
- রাত ৮. ৪৮ মিনিটে কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত মেট্রো চলবে।
- রাত ৯.১২ মিনিটে কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত মেট্রো চলবে।
- রাত ৯.৪০ মিনিটে কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত মেট্রো চলবে।
রবিবার প্রথম মেট্রোর সময়সূচি তালিকা
- সকাল ৯টায় নোয়াপাড়া থেকে কবি সুভাষ
- সকাল ৯টায় দক্ষিণশ্বের থেকে কবি সুভাষ
- সকাল ৯টায় নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর
- সকাল ৯টায় কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর
রবিবার শেষ মেট্রোর সময়সূচি-
- রাত ৯.২৭ মিনিটে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত
- রাত ৯.৩৩ মিনিটে দক্ষিণশ্বের থেকে কবি সুভাষ পর্যন্ত
- রাত ৯.৪০ মিনিটে কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত
রবিবার কোন কোন মেট্রো দমদম পর্যন্ত?
- রাত ৮.০৫ মিনিটে কবি সুভাষ থেকে দমদম
- রাত ৯.০১ মিনিটে কবি সুভাষ থেকে দমদম
- রাত ৯.৪০ মিনিটে কবি সুভাষ থেকে দমদম
তবে সোমবার, সপ্তাহের প্রথম কর্মদিবস থেকে মেট্রোর নতুন-নতুন নিয়ম কার্যকর হতে চলেছে। সোম থেকে শুক্র পর্যন্ত রাতে যে দুটি স্পেশাল মেট্রো চালানো হয়, সেটার ক্ষেত্রে কোনও পরিবর্তন হচ্ছে না। তবে রাত ১০ টা ৪০ মিনিট কবি সুভাষ এবং দমদম থেকে স্পেশাল মেট্রো ছাড়বে। এছাড়াও সাত মিনিটের ব্যবধানে মেট্রো চলবে।