খাস কলকাতায় ফের ধর্ষণ, টালিগঞ্জে শিকার ৬ বছরের শিশু! গ্রেফতার অভিযুক্ত

Published on:

Tollygunge

প্রীতি পোদ্দার, কলকাতা: ফের শহরে উঠে এল ধর্ষনের অভিযোগ। এমনই ন্যক্কারজনক ঘটনা ঘটল টালিগঞ্জের এলাকায় (Tollygunge)। মাত্র ৬ বছরের নাবালিকাকে দিনের পর দিন ধর্ষণের অভিযোগে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই নির্যাতিতার পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এইমুহুর্তে এলাকার বাসিন্দা এক যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।

আজ অর্থাৎ বুধবার সকালে নির্যাতিতার এই ঘটনা জানাজানি হতেই তুমুল উত্তেজনা সৃষ্টি হয় টালিগঞ্জের ওই এলাকায়। সঙ্গে সঙ্গে শিশুটিকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এইমুহুর্তে চিকিৎসা চলছে তার। শিশুটির শরীরে একাধিক ক্ষতচিহ্ন পাওয়া গিয়েছে। শিশুটিকে শারীরিক নির্যাতন করা হয়েছে বলে পুলিশের সন্দেহ হয়।

কী বলছেন নির্যাতিতার মা?

এদিকে টালিগঞ্জে নির্যাতিতার এইরূপ ঘটনায় তাঁর মা জানিয়েছেন যে, “আমি কাল রাত সাড়ে ১১টা নাগাদ ঘটনাটা জানতে পারি। দেখি ওর প্যান্টে রক্তের দাগ লেগেছিল। প্যান্ট খুলতেই দেখি গোপনাঙ্গ দিয়ে রক্ত বের হয়েই যাচ্ছে। তারপরেই মেয়ে জানায় এই প্রথম নয় এর আগে এমন ঘটনার মুখোমুখি হতে হয়েছে। কাল বাড়িতে ছেলেটা কখন ঢুকেছিল বোঝা যায়নি। মেয়ে তো বাড়িতে ঘুমাচ্ছিল। ঘুমের মধ্যেই যে এটা ঘটে যাবে ভাবতে পারিনি। থানায় অভিযোগ দায়েরের পর পুলিশ গ্রেফতার করেছে। আমি চাই ওর ফাঁসি হোক।”

ফাঁসির দাবি তুলেছে নির্যাতিতার শিক্ষিকাও

নির্যাতিতার শিক্ষিকা এক স্বেচ্ছাসেবী সংস্থার কর্মী। তিনি নিজেও দোষীর চরম শাস্তির আবেদন করেছে। তিনি বলছেন, “আমি ভোরবেলা জানতে পেরেছি। আমি কাজের সূত্রে বাইরে থাকি। আমি খবর পাওয়া মাত্রই গাড়ি নিয়ে চলে আসি। ৭ বছরের শিশুর উপর এই নারকীয় অত্যাচার কোনো রকম ভাবেই মেনে নেওয়া যায় না। আমি চাই ঘটনার ঠিকঠাক বিচার হোক।”

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥