প্রীতি পোদ্দার, কুলটি: পানীয় জল নিয়ে প্রশাসনের বিরুদ্ধে চরম বিক্ষোভ স্থানীয়দের! আসানসোলের (Asansol) কুলটিতে ভেস্তে গেল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি। স্থানীয়দের স্পষ্ট দাবি ‘আগে মেটাতে হবে পানীয় জলের সমস্যা। জলসঙ্কট না মেটানো পর্যন্ত হবে না আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি’। মহা সংকটে কর্মসূচির সরকারী আধিকারিকরা, বাধ্য হয়ে ফিরতে হল তাঁদের।
সরকারি কর্মসূচি নিয়ে বিক্ষোভ গ্রামবাসীর!
স্থানীয় রিপোর্ট অনুযায়ী, গতকাল অর্থাৎ মঙ্গলবার সকাল ১১টায় আসানসোল পৌরনিগমের ১০৩ নম্বর ওয়ার্ডের কুলটির হাতিনল গ্রামে পশ্চিমবঙ্গ সরকারের ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি ছিল। কিন্তু সেই কর্মসূচি নিয়ে এবার চরম বিপাকে পড়ল প্রশাসন। আসলে দীর্ঘদিন ধরে পানীয় জলের সঙ্কট দেখা গিয়েছে কুলটির হাতিনল গ্রামে। এই সমস্যা নিয়ে স্থানীয় কাউন্সিলরের কাছে অভিযোগ জানানো হলেও কোনো সুরাহা মেলেনি। কিন্তু নির্বাচন আসলেই নেতা নেত্রীরা পানীয় জলের বন্দোবস্তের প্রতিশ্রুতি দিলেও সেটি বাস্তবে হয়নি। যার ফলে ক্ষিপ্ত হয়ে উঠেছে এলাকাবাসী। তাই প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে কড়া পদক্ষেপ নিল গ্রামবাসী। বন্ধ করে দেওয়া হল কর্মসূচি।
পানীয় জলের সংকট নিয়ে বিক্ষোভ
পূর্ব নির্ধারিত নির্দেশ অনুযায়ী গতকাল হাতিনল গ্রামে আমাদের পাড়া আমাদের সমাধান শিবির বসলেও তা বাঁধা দেওয়ার অভিযোগ ওঠে গ্রামবাসীদের বিরুদ্ধে। পরমুহুর্তে দেখা যায় সরকারি আধিকারিকরা শিবিরে এসে পৌঁছলেও কোনো গ্রামবাসী না আসায় কার্যত বসে থাকতে হয়। এই নিয়ে এলাকায় উত্তেজনা ছড়ায়। তারপরেই পানীয় জলের সংকট অবস্থা নিয়ে শুরু হয় বিক্ষোভ। খবর পেয়ে ঘটনাস্থলে সাঁকতোড়িয়া ফাঁড়ির পুলিশ পৌঁছয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কিন্তু কোনো কাজ না হওয়ায় বাধ্য হয়ে এলাকা ছেড়ে যেতে হয় সরকারি আধিকারিকদের।
আরও পড়ুন: ঘৃণ্য অপরাধকে প্রশ্রয় নয়! দুর্গাপুর কাণ্ডে পালাতে চাওয়া ধর্ষক দাদাকে ধরিয়ে দেয় খোদ বোন
যদিও এলাকার জল সমস্যার কথা কার্যত স্বীকার করে নিয়েছেন স্থানীয় কাউন্সিলর তারকনাথ ধীবর। তিনি বলেন, “গ্রামবাসীদের বক্তব্য সঠিক। এই এলাকার পানীয় জল নিয়ে দীর্ঘদিন ধরেই সমস্যা হচ্ছে। এলাকাবাসীদের দুর্ভোগ হচ্ছে। আমরা গুরুত্ব দিয়েই বিষয়টি দেখছি। দ্রুত সমস্যার সমাধান হবে।” তবে এই ঘটনায় শাসকদলকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী দল বিজেপি। স্থানীয় বিজেপি কমিটির সদস্য অমিত গড়াই বলেন, ” ন্যূনতম পরিষেবা না দিয়ে নীল সাদা প্যান্ডেল করে মুখ্যমন্ত্রীর ছবি লাগিয়ে শুধু মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। কাজের কাজ কিছুই হচ্ছে না। ”