জানুয়ারিতেই মুর্শিদাবাদে রাম মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন, দিনক্ষণ ঘোষণা অম্বিকানন্দ মহারাজের

Published:

ambikananda maharaj annuounce date to start ram mandir work in murshidabad
Follow

পার্থ সারথি মান্না, কলকাতাঃ কিছুদিন আগেই মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরির ঘোষণা করেছিলেন বিধায়ক হুমায়ুন কবির। স্বাভাবিকভাবেই এই মন্তব্যের পর হইচই পরে যায়। তবে এর পাল্টা মুর্শিদাবাদে রাম মন্দির তৈরির ঘোষণাও হয়ে যায়। আর এবার জানা গেল শুধু তৈরির ঘোষণা নয় বরং ভূমি পূজনের জন্য দিনক্ষণ পর্যন্ত নির্ধারণ করা হয়ে গিয়েছে। কবে? জানতে প্রতিবেদনটি শেষ অবধি পড়ুন।

মুর্শিদাবাদে রাম মন্দির ভূমি পূজনের দিনক্ষণ ঘোষণা

গত বুধবার মুর্শিদাবাদের বহরমপুরে সাংবাদিক বৈঠক হয়। সেখানেই অম্বিকানন্দ মহারাজ জানান শীঘ্রই রামমন্দিরের কাজ শুরু হবে। ভিত্তিপ্রস্তর স্থাপন ও ভূমিপূজন করা হবে। সেখানে একদিকে যেমন হুমায়ুন কবিরকে আমন্ত্রণ জানানো হবে তেমনি অধীর চৌধুরীকেও আমন্ত্রণ করা হবে বলেই জানিয়েছে কমিটি।

কবে হবে ভিত্তিপ্রস্তর স্থাপন?

অম্বিকানন্দ মহারাজ জানান, আসন্ন ২২শে জানুয়ারিই রাম মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন করা হবে। সেখানে জাতি বর্ণ ও ধর্ম নির্বিশেষে সকলের আমন্ত্রণ থাকছে। এরপর তিনি আরও জানান, ‘বামপন্থীদের মধ্যে যাঁরা ধর্মের আফিম খোঁজে, তাদের আমন্ত্রণ করা হবে। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে দেশের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদেরও আমন্ত্রণ করা হবে’।

শুধুই নয় মন্দির তৈরী হবে হাসপাতাল থেকে শিক্ষা প্রতিষ্ঠান

মুর্শিদাবাদের শুধুই রাম মন্দির তৈরী হবে এমনটা কিন্তু মোটেই নয়। অম্বিকানন্দ মহারাজের মতে, মন্দিরের আশেপাশের এলাকাতেই অনাথ আশ্রম, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে হাসপাতাল নির্মাণ করা হবে। এতে এলাকার সামগ্রিক উন্নয়ন যেমন হবে তেমনি প্রচুর মানুষের কর্মসংস্থানও হবে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join