সৌভিক মুখার্জী, কলকাতা: সাহিত্যপ্রেমীদের আজ চোখ থাকবে সুইডেনের স্টকহোমে! কারণ, আজ বিকেলে 2025 সালের সাহিত্য নোবেল পুরস্কার ঘোষণা হবে। আর এই ঘোষণার আগেই উত্তেজনা তুঙ্গে। কে পাচ্ছেন এবারের সর্বোচ্চ সাহিত্য সম্মান? জানিয়ে রাখি, এবার আলোচনার দৌড়ে রয়েছেন বাংলার গর্ব, সাহিত্যিক অমিতাভ ঘোষ (Amitav Ghosh)। মনে করা হচ্ছে, তাঁর মুকুটেই উঠবে এবারের নোবেল! তবে কে এই অমিতাভ ঘোষ? জানাব আজকের প্রতিবেদনে।
নোবেল পুরস্কার ঘিরে উত্তেজনা তুঙ্গে
প্রসঙ্গত, প্রতি বছর অক্টোবর মাসের প্রথম সপ্তাহে সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয়। আর গত কয়েকদিন ধরে বই বিক্রেতা থেকে শুরু করে অনুবাদক, সম্পাদক, পাঠক, সকলের মধ্যেই আলোচনা তুঙ্গে। অনেকে ভবিষ্যদ্বাণীও করে ফেলছেন। আর তাঁদের সিংহভাগ বলছে, এবার অমিতাভ ঘোষের মাথাতেই মুকুট উঠবে। এমনকি বিশ্বের বিভিন্ন বুক মেকার ও সাহিত্য মূল্যায়ন সংস্থার তথ্য বিশ্লেষণ করেই NicerOdds এর তালিকায় অমিতাভ ঘোষ সবার শীর্ষে রয়েছেন।
কে এই অমিতাভ ঘোষ?
জানিয়ে রাখি, অমিতাভ ঘোষ একজন ভারতীয় লেখক, যার শিকড় বাংলায়। তিনি 2018 সালে ভারতের সর্বোচ্চ সাহিত্য সম্মান 54 তম জ্ঞানপীঠ জিতেছিলেন। 1956 সালের 11 জুলাই কলকাতায় এই লেখক জন্মগ্রহণ করেন। অমিতাভ ঘোষ দিল্লি বিশ্ববিদ্যালয় এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে মাতৃশিক্ষায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। 1986 সালে তাঁর প্রথম উপন্যাস ‘দ্য সার্কেল অফ রিজন’ প্রকাশিত হয়। এমনকি 2007 সালে তিনি পদ্মশ্রী পুরস্কার পান। পাশাপাশি 2019 সালে প্রকাশিত গান আইল্যান্ড, জলবায়ুর পরিবর্তন এবং মানব অভিবাসন নিয়ে আলোচনা করে তিনি বিপুল প্রশংসা কুড়িয়েছিলেন। এছাড়া ভারত থেকে শুরু করে বাংলাদেশ, শ্রীলংকা সহ একাধিক দক্ষিণ এশিয়ার দেশগুলোর জন্য তিনি লেখালেখি করেছেন। আর এবারের নোবেলের দৌড়ে তিনিই রয়েছেন।
অমিতাভ ঘোষের পর কারা?
এদিকে অমিতাভ ঘোষের পর এই তালিকায় রয়েছেন জাপানের জনপ্রিয় লেখক হারুকি মুরাকামি, ব্রিটিশ-আমেরিকান লেখক সলমন রুশদি, কানাডার কবি অ্যান কারসন, এবং অ্যান্টিগার লেখিকা জ্যামাইকা কিনকেইড। এর পাশাপাশি শীর্ষস্থানের তালিকায় রয়েছে মার্গারেট অ্যাটউড, লিউদমিলা উলিটস্কায়া প্রমুখরা।
তবে নোবেল কমিটির ইতিহাস বলছে, সাহিত্যে পুরস্কার নির্বাচনে ভাষা এবং ভূগোলের ভূমিকা সবথেকে বেশি। আর এই কারণেই অনেক বিশেষজ্ঞ বলছে, এ বছর সিরিয়ার কবি আদোনিস এর সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আবার 2010 সালে মারিও ভার্গাস লিয়োসার পর থেকে স্প্যানিশ ভাষায় কোনও লেখক নোবেল জিততে পারেননি। তাই এ বছরে স্প্যানিশ সাহিত্যও প্রাধান্য পেতে পারে।
আরও পড়ুনঃ ‘শক্তি’র পর ঘূর্ণিঝড় ‘মন্থা’! অক্টোবরের শেষেই দেখাবে দাপট, তছনছ হবে দক্ষিণবঙ্গ?
তবে হিসাব বলছে, যদি অমিতাভ ঘোষ এ বছর নোবেল পান, তাহলে তিনিই হবেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পরবর্তী দ্বিতীয় ভারতীয় তথা দ্বিতীয় বাঙালি সাহিত্যিক, যিনি এই সম্মানে ভূষিত হবেন। কারণ, প্রথম ও শেষবারের মতো রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে ‘গীতাঞ্জলি’র জন্য সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেছিলেন। আর এক শতাব্দীর বেশি সময় পরে আবারও সেই সম্মান বাংলার মুকুটে আসতে পারে বলে অনুমান করা হচ্ছে।