সৌভিক মুখার্জী, কলকাতা: স্থায়ী ঠিকানা (Sthayi Thikana) প্রকল্পের মাধ্যমে এবার বাজেটের মধ্যেই হবে স্বপ্নপূরণ। পশ্চিমবঙ্গ সরকার এবার কলকাতা শহরের মধ্যেই মাথা গোঁজার ঠাই তৈরি করার জন্য ফ্ল্যাটের ব্যবস্থা করেছে। অনেকেই দামের জন্য ফ্ল্যাট কেনার সাহস পায় না। তবে সাধারণ মানুষের কথা ভেবে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথোরিটি তৈরি করেছে নতুন আবাসন প্রকল্প ‘স্থায়ী ঠিকানা’। এমনকি এই ফ্ল্যাট নেওয়ার জন্য আবেদন গ্রহণ শুরু হয়ে গিয়েছে। তবে কারা পাবেন এবং কীভাবে আবেদন করবেন তা জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
কারা এই ফ্ল্যাট পাবেন?
এই ফ্ল্যাটের জন্য আবেদন করতে হলে অবশ্যই কিছু শর্ত মানতে হবে। প্রথমত, আবেদনকারীর ব্যক্তিগতভাবে কলকাতা মেট্রোপলিটন এলাকার মধ্যে কোনওরকম সম্পত্তি থাকা চলবে না। এমনকি আবেদনকারীর স্বামী বা স্ত্রী, পাশাপাশি পুত্র বা কন্যা, বাবা-মায়ের সঙ্গে যৌথভাবে কলকাতা মেট্রোপলিটন এলাকার মধ্যে কোনওরকম সম্পত্তি থাকা চলবে না। এদিকে কলকাতার মধ্যে বাড়ি, ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট বা বাসস্থানের যে কোনও জমির মালিকরা এখানে আবেদন করতে পারবে না। যদি আবেদন করার সময় ভুল প্রমাণিত হয়, তাহলে তার আবেদনপত্র বাতিল হবে।
এছাড়া স্পষ্ট বলা হয়েছে, আবেদনকারী এবং তার পরিবারের মাসিক আয় ৭৭,০০০ টাকা থেকে শুরু করে ১,২৯,০০০ টাকার মধ্যে হলে তারা MIG (A ও B) শ্রেণীর অ্যাপার্টমেন্টের জন্য আবেদন করতে পারবে। কিন্তু যদি আবেদনকারী এবং তার পরিবারের মাসিক আয় ১ লক্ষ ২৯ হাজার টাকা থেকে ২,০৫,৬০০ টাকা হয়, তাহলে তারা MIG (C) শ্রেণীর অ্যাপার্টমেন্টের জন্য আবেদন করতে পারবে।
কোথায় রয়েছে এই ফ্ল্যাট?
কলকাতা শহরের বুকে সেরা জায়গায় বানানো হয়েছে এই ফ্ল্যাট। কালীঘাট মেট্রো স্টেশনের কাছেই চেতলা সেন্ট্রাল রোড সংলগ্ন এলাকার কাছে গড়ে তোলা হয়েছে এই স্বপ্নের আবাসন প্রকল্প। এমনকি এখান থেকে খুব সহজেই বিমানবন্দর থেকে শুরু করে শিয়ালদা বা হাওড়া স্টেশন, ধর্মতলা ইত্যাদি জায়গায় পৌঁছে যাওয়া যাবে। এও জানানো হয়েছে যে, এই ফ্ল্যাটে লিফট এবং ১৮টি গ্যারেজের সুবিধা পাওয়া যাবে।
আরও পড়ুনঃ Arattai থেকেই চ্যাট করা যাবে WhatsApp ব্যবহারকারীদের সাথে! আসছে নয়া ফিচার
ফ্লাটের জন্য কীভাবে আবেদন করবেন?
এই প্রকল্পে তৈরি হচ্ছে ১৩ তলার আবাসন, যেখানে মোট ৩৫টি ফ্ল্যাট থাকবে। ৬ নভেম্বর থেকে এই ফ্ল্যাটের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। এমনকি আবেদনপত্র দিয়ে দেওয়া হয়েছে। আবেদন চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। এ বিষয়ে কলকাতা মেট্রো পলিটন ডেভেলপমেন্ট অথরিটির অফিসিয়াল ওয়েবসাইট বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে। কিন্তু এখনও পর্যন্ত এই ফ্ল্যাটের দাম নির্ধারণ করা হয়নি। তবে অনুমান করা হচ্ছে, টু-বিএইচকে ফ্ল্যাটের দাম হতে পারে মোটামুটি ২০ থেকে ২২ লক্ষ টাকা। আর যারা এই ফ্ল্যাটের জন্য আবেদন করতে চান, তারা চেতলা অ্যাক্সিস ব্যাঙ্ক থেকে ফর্ম নিতে পারবেন। তবে নির্দিষ্ট টাকা দিয়েই ফর্ম ফিলাপ করতে হবে।












