মাধ্যমিক পাশেই এবার পলিটেকনিক কোর্স! আবেদনের শেষ দিন কবে? দেখে নিন নোটিস

Published on:

Polytechnic Course In WB

প্রীতি পোদ্দার, কলকাতা: কিছুদিন আগেই প্রকাশিত হয়েছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। স্কুল জীবনের প্রথম বড় পরীক্ষা পেরিয়ে এবার পছন্দের বিষয় বেছে নেওয়ার পালা। সায়েন্স, আর্টস নাকি কমার্স কোন স্ট্রিম নিয়ে পড়লে সহজেই মিলবে চাকরি, সেই নিয়ে বেশ ব্যস্ত মা-বাবারা। আর এই আবহে রাজ্যের পলিটেকনিক (Polytechnic Course In WB) প্রতিষ্ঠানগুলিতেও ছাত্র ছাত্রীদের ভর্তি হওয়ার হিড়িক জেগেছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

পলিটেকনিকে ভর্তির জন্য বিজ্ঞপ্তি

বর্তমানে পলিটেকনিক বিষয়ের প্রতি অনেকেরই নানা আগ্রহ জমেছে। তাইতো ভর্তি হওয়ার উৎসাহ নেহাত কম নয়। বর্তমানে তিন বছরের ডিপ্লোমা কোর্সে ভর্তি নিচ্ছে বহু পলিটেকনিক কলেজ-বিশ্ববিদ্যালয়। সম্প্রতি পলিটেকনিক নিয়ে রাজ্যের বিভিন্ন প্রতিষ্ঠানে সম্প্রতি ভর্তি প্রক্রিয়া চালু হয়েছে। এমনকি রাজ্যের কারিগরি শিক্ষা বিভাগের তরফ থেকেও এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে, পশ্চিমবঙ্গ রাজ্য কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং দক্ষতা উন্নয়ন সংসদের তরফে পলিটেকনিকের জন্য শিক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য তুলে ধরা হয়েছে।

মাধ্যমিক পাশেই মিলবে ভর্তির সুযোগ

জানা গিয়েছে রাজ্যের কারিগরি শিক্ষা বিভাগের তরফ থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশ্যে এসেছে সেখানে উচ্চ মাধ্যমিকের বৃত্তিমূলক কোর্স এবং স্বল্প সময়ের প্রশিক্ষণমূলক কোর্সে ভর্তি সংক্রান্ত বিষয়ে বিশদ তথ্য জানানো হয়েছে। এছাড়াও এই বিষয়ে কারা ভর্তি হতে পারবেন, কী ভাবে আবেদন করা যাবে, কত দিনের জন্য আবেদনের পোর্টাল চালু থাকবে তা সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। যে সমস্ত পড়ুয়া মাধ্যমিক কিংবা সমতুল্য পরীক্ষায় পাশ করেছেন, তাঁরা পলিটেকনিক নিয়ে পড়ার সুযোগ পাবেন। এমনকি প্রথম বর্ষের পাশাপাশি, দ্বিতীয় বর্ষেও সরাসরি ভর্তি হওয়ার সুযোগ রয়েছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আবেদনের সময়সীমা

কারিগরি শিক্ষা বিভাগের তরফে জানানো হয়েছে, পলিটেকনিক এবং আইটিআই-এ ভর্তি হওয়ার জন্য প্রার্থীদের অষ্টম শ্রেণি এবং দশম শ্রেণির পরীক্ষায় ন্যূনতম ৫০ শতাংশ নম্বর পেতেই হবে। এছাড়াও ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটস-এর জন্য অষ্টম পাশ এবং দশম পাশ প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে উচ্চ মাধ্যমিকের বৃত্তিমূলক কোর্সের ক্ষেত্রে প্রার্থীদের মাধ্যমিক উত্তীর্ণ হওয়া আবশ্যক। জানা গিয়েছে, পলিটেকনিক, আইটিআই এবং উচ্চ মাধ্যমিকের বৃত্তিমূলক কোর্সের জন্য অনলাইনে আবেদন করা হবে। এই কোর্সের আবেদনের শেষ সময়সীমা আগামী ১০ জুন।

আরও পড়ুনঃ ইস্টবেঙ্গলে জাতীয় দলের তুখড় উইঙ্গার, পিভি বিষ্ণুর পর আরেক চমক

আবেদনমূল্য কত?

পশ্চিমবঙ্গ রাজ্য কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং দক্ষতা উন্নয়ন সংসদের তরফে জানা গিয়েছে পলিটেকনিক এবং আইটিআই-তে ভর্তি হওয়ার জন্য আবেদনমূল্য হিসাবে যথাক্রমে ৪৫০ টাকা এবং ২০০ টাকা ধার্য করা হয়েছে। তবে অ্যাপ্রেন্টিসশিপ এবং স্বল্প সময়ের কোর্সে ভর্তি হওয়া প্রার্থীরা সারাবছর প্রার্থীরা ভর্তির আবেদন জানাতে পারবেন। এর জন্য আলাদা করে কোনও আবেদনমূল্য ধার্য করা হয়নি। অর্থাৎ আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ বিনামূল্যে হবে।

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group