Indiahood-nabobarsho

বাংলায় নয়া ছুটির ঘোষণা রাজ্য সরকারের, কবে? দিনক্ষণ জানালেন মুখ্যমন্ত্রী

Published on:

Mamata Banerjee

সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতি আবারও নতুন মোড় দেখল। মহাবীর জয়ন্তী (Mahavir Jayanti 2025) উপলক্ষে ১০ই এপ্রিল সরকারি ছুটি ঘোষণা করে দিল রাজ্য সরকার। হ্যাঁ ঠিক শুনেছেন। আর এই ঘোষণা আসলে এক বিশেষ অনুষ্ঠানের মঞ্চ থেকে। যেখানে উপস্থিত ছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

নেতাজি ইন্দোর থেকে শুভেচ্ছা বার্তা

আজ ৯ই এপ্রিল, বুধবার কলকাতার নেতাজি ইন্দোর স্টেডিয়ামে উদযাপিত হলো বিশ্ব নবকর মহামন্ত্র দিবস। জৈন সম্প্রদায়ের আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আর সেখানে আমন্ত্রিত ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বক্তব্যের শুরুতেই সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করেন তিনি। এরপর তিনি ঘোষণা করেন, ১০ই এপ্রিল মহাবীর জয়ন্তী উপলক্ষে গোটা রাজ্যে স্কুল ছুটি থাকবে। মুখ্যমন্ত্রীর নিজেই বলেন, “সব ধর্মের মানুষ যাতে উৎসব পালন করে, সেজন্যই ক্যালেন্ডারে এই দিনটিকে ছুটি হিসেবে গণ্য করা হবে।”

এক সম্প্রীতির বার্তা

অনুষ্ঠানের মঞ্চে মাননীয়ার গলায় উঠে আসে সম্প্রীতির সুর। তিনি বলেন, “বাংলার দুর্গাপুজো, ঈদ বড়দিন বা মহাবীর জয়ন্তী, প্রতিটি ধর্মীয় উৎসবেই আমরা শ্রদ্ধা এবং মর্যাদার সঙ্গে পালন করব।” আমাকে গুলি করলেও আমি এই ঐক্যের পথ থেকে সরব না।” তিনি সরাসরি কোন রাজনৈতিক দলের নাম না করে বলেন, “দুর্গাপূজায় যেমন সবাই অংশ নিতে পারে, তেমনি মহাবীর জয়ন্তী, বড়দিনের অনুষ্ঠানেও আমরা অংশগ্রহণ করব।“

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

ধর্মের থেকে মনুষ্যত্ব বড়

মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানান, ছোটবেলায় তিনি বইয়ে বহু জৈন মন্দিরের কথা পড়েছেন। পরবর্তী সময়ে তিনি পরেশনাথ মন্দিরে গিয়েছেন একাধিকবার। তিনি বলেন যে, “ধর্মনিরপেক্ষতাই আসল পরিচয়। ধর্ম দিয়ে মানুষকে বিবেচনা করা যায় না। বিবেচনা হওয়া উচিত মনুষ্যত্ব দিয়ে।” 

আরও পড়ুনঃ মোহনবাগান ISL জিততে পারলেই কলকাতায় আসবেন মেসি? রয়েছে বড় উপহারও

উন্নয়ন এবং সংস্কৃতির মেলবন্ধন

উক্ত মঞ্চ থেকে আরও একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা ছাড়েন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, দক্ষিণেশ্বরের মন্দির উন্নয়ন করা হবে। এছাড়া কালিঘাট স্কাইওয়াক উদ্বোধনে তিনি সকল ধর্মের মানুষকে আমন্ত্রণ জানান। পাশাপাশি সিমলা স্ক্রিটে স্বামী বিবেকানন্দের বাড়ির স্মৃতিচর্চার সুর শোনা যায় তার মুখে। এছাড়া দীঘার জগন্নাথ মন্দিরের পূজা পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে ইসকনের প্রভুপাদদের। সুতরাং, ১০ই এপ্রিল মহাবীর জয়ন্তীতে এবার সবাই আনন্দের সাথে উৎসব উদযাপন করবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্য Join Group
চাকরির খবরের জন্য Join Hood Jobs
রাশিফলের জন্য Join Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group