সহেলি মিত্র, কলকাতা: এবার শিরোনামে উঠে এলো হুগলির আরামবাগ (Arambagh)। না, বিশেষ উল্লেখযোগ্য কোনো ঘটনার জন্য নয়, আসলে এবার এই আরামবাগ উচ্চারণ বিতর্কে জড়িয়ে পড়েছে। তৈরী হয়েছে না না কথা। কিছু জায়গায় লেখা Arambag তো আবার কিছু জায়গায় লেখা রয়েছে Arambagh। মূলত আরামবাগের ইংরেজি বানান নিয়ে যত রকমের সমস্যা তৈরি হয়েছে। এদিকে এই বিষয়ে এবার রাজ্যের কাছে প্রস্তাব গেল। Arambag নাকি Arambagh, কোন বানানটা হবে সেটা জানতে চাইলেন বিধায়ক মধুসূদন বাগ।
আরামবাগ বানান নিয়ে বিতর্ক
বিধায়কের তরফে রাজ্যের কাছে প্রস্তাব গিয়েছে। আর সেটা অনুযায়ী, হাইওয়ে, অফিস সহ একাধিক জায়গায় ব্যবহৃত হচ্ছে ARAMBAGH..কিন্তু বিধানসভা, নির্বাচন কমিশন সর্বত্র ARAMBAG আছে। ফলে সাধারণ মানুষের সুবিধার জন্য ARAMBAG করা হোক বলে দাবি করেছেন বিধায়ক। তবে আপনি আরামবাগ নাম রাখার পিছনে ইতিহাস বা এর মানে কী সে সম্পর্কে জানেন?
এর জন্য আপনাকে বেশ খানিকটা পেছনে ফিরে যেতে হবে। যেমন আরামবাগ মহকুমা গঠিত হয় ১৮১৯ সালে এবং তখন এর নাম ছিল জাহানাবাদ। ১৯০০ সালের ১৯ এপ্রিল, প্রশাসনিক কারণে জাহানাবাদের নাম পরিবর্তন করে আরামবাগ রাখা হয়। এই মহকুমাটির একটা বড় অংশ দামোদর–দ্বারকেশ্বর নদীর পলিমাটি দ্বারা গঠিত সমভূমি এবং সম্পূর্ণ মহকুমাটি গাঙ্গেয় ব–দ্বীপ এর একটি অংশ। আরামবাগ মহকুমাটি ১৮১৯ সালে গঠিত হয়।
আরও পড়ুনঃ ফিক্সড ডিপোজিট অতীত, বিরাট সুদ দেয় পোস্ট অফিসের এই স্কিম! ১৫ বছরেই হবেন কোটিপতি
আরামবাগ কথার অর্থ কী?
১৯০০ সালের ১৯ এপ্রিল এই মহকুমার নাম পরিবর্তন করে আরামবাগ করা হয় যার অর্থ আরাম-এর বাগান। আরামবাগ মহকুমা হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার অন্তর্গত একটি প্রশাসনিক মহকুমা। এই মহকুমা ৬ টি ব্লক ও একটি পুরসভা এলাকা নিয়ে গঠিত। মহকুমার সমস্ত ব্লকে শতভাগ জনসংখ্যা গ্রামাঞ্চলে বাস করে। আরামবাগ পুরসভা এলাকাটি হল আরামবাগ মহকুমার একমাত্র শহরাঞ্চল। ১৭৯৫ সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রশাসনিক কাঠামোয় বর্ধমান জেলাকে বিভাজিত করে উক্ত জেলার দক্ষিণাংশ নিয়ে হুগলি জেলা গঠিত হয়।