সপ্তমীর সকালেই বন্ধ করে দেওয়া হল অর্জুনপুর আমরা সবাই ক্লাবের পুজোর গেট!

Published:

Arjunpur Amra Sabai Club
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: প্রতিবারের মতো এবারও বাগুইহাটির অর্জুনপুর আমরা সবাই ক্লাবের (Arjunpur Amra Sabai Club) পুজো প্যান্ডেল চমক দিচ্ছে। তবে সপ্তমীর দিন সকালেই এক চাঞ্চল্যকর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ক্লাবের তরফ থেকে। হ্যাঁ, আপাতত প্যান্ডেলের গেট বন্ধ রাখা হয়েছে। তবে নেপথ্যে কী কারণ?

কেন বন্ধ করা হল প্যান্ডেলের গেট?

আসলে এবার তাদের প্যান্ডেল উদ্বোধনের পর থেকেই ভিড় উপচে পড়েছিল। বিশেষ করে ষষ্ঠীর রাতে দেখা গিয়েছিল বাঁধ ভাঙা ভিড়। মূলত বাগুইহাটি, নাগেরবাজার এবং সাঁতরাগাছি এলাকা থেকে আসা দর্শকদের অটো টোটোর লম্বা লাইনে রূপ নিয়েছিল সেই ভিড়। তবে সপ্তমীর দিন সকালে উদ্যোক্তারা জানিয়েছে, যান্ত্রিক কিছু ত্রুটির কারণেই এবং ভিড় সামাল দেওয়ার জটিলতার কারণে আপাতত প্যান্ডেলের গেট বন্ধ রাখা হচ্ছে।

প্রতিবছর ঠিক যেমনটা হয়, এ বছরও অর্জুনপুর আমরা সবাই ক্লাবের মন্ডপ ভিড়ের উন্মাদনা তুঙ্গে। চতুর্থী থেকেই দর্শকরা মন্ডপে লাইন দিয়ে প্রবেশের অপেক্ষা করছেন। দর্শকরা তো শ্রীভূমি, দমদম পার্ক ঘুরে শেষমেশ এই প্যান্ডেলেই পৌঁছচ্ছে। কারণ এবার তাদের থিম চমক দেওয়ার মতো।

আরও পড়ুনঃ ১৩ হাজার কোটির PNB কেলেঙ্কারি মামলায় নীরব মোদীর ভগ্নীপতিকে ক্ষমা করল আদালত

জানা গিয়েছে, এবার অর্জুনপুর আমরা সবাই ক্লাব প্যান্ডেলের থিম রেখেছে মুখোমুখি। দর্শকরা দেবী দুর্গার সঙ্গে সরাসরি সাক্ষাৎ করতে পারছেন, এমনকি নিজের অন্তরের শক্তির মুখোমুখি হওয়ার ভাবনাও প্রকাশিত হচ্ছে এই থিমের মাধ্যমে। পাশাপাশি মন্ডপের স্টেনলেস স্টিলের কাঠামো আর মাতৃশক্তির প্রতিমা দর্শকদের মনে আরও নতুন করে জায়গা করে নিচ্ছে। উদ্যোক্তারা জানাচ্ছে, এই ভাবনার মাধ্যমে দর্শকদের একটাই বার্তা দেওয়া হচ্ছে। তা হল- জ্ঞানী বদলায়, সমাজ শিক্ষা দেয় শক্তি। তবে তারা এবারও আশাবাদী যে, ফের দর্শনার্থীদের জন্য প্যান্ডেলের গেট খুলে দেওয়া হবে।

গুরুত্বপূর্ণ খবর
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join