রেড রোডে ঈদের জমায়েতে নিষেধাজ্ঞা সেনার! পাল্টা পদক্ষেপে খিলাফত কমিটি

Published on:

Eid Gathering

সৌভিক মুখার্জী, কলকাতা: ঈদ মানেই উৎসবের জমজমাট, আর রেড রোডে লক্ষাধিক মানুষের একসঙ্গে নামাজের শামিল (Eid Gathering) হওয়ার ঐতিহ্যবাহী ছবি! আর কলকাতায় ঈদের সকাল বলতেই ভেসে আসে সেই রেড রোডের প্রার্থনার দৃশ্য! তবে এবার ছবিটা পুরো বদলে যেতে চলেছে। 

সূত্রের খবর, 2025 সালের ঈদ-উজ-জোহা উপলক্ষে রেড রোডে ঈদের মূল জমায়াত আয়োজনের অনুমতি দেয়নি সেনাবাহিনী। ফলে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা। আর এর জেরে চাপে পড়েছে কলকাতার খিলাফত কমিটি, যাদের হাত ধরে অনুষ্ঠিত হয় এই জমায়েত।

সেনাবাহিনীর চিঠি

ফোর্ট উইলিয়ামে কর্মরত কর্নেল ভূমি-র সই করা একটি সরকারি চিঠিতে সম্প্রতি জানানো হয়েছে যে, ঈদের দিন রেড রোড তথা ইন্দিরা গান্ধী সরণী বা সংলগ্ন অঞ্চল সেনাবাহিনীর সামরিক প্রয়োজনে ব্যবহার করা হবে। ফলে নেতাজী মুক্ত মঞ্চ থেকে ফোর্ট উইলিয়ামের গেট পর্যন্ত অঞ্চলে ঈদের জমায়েতের কোনও অনুষ্ঠানের অনুমতি দেওয়া সম্ভব হবে না।

প্রশ্ন তুলছে খিলাফত কমিটি

তবে সেনাবাহিনীর এই সিদ্ধান্তে কড়া সমালোচনা করেছে খিলাফত কমিটি। তারা অভিযোগ তুলছে, গতবছর একই পরিস্থিতি তৈরি হয়েছিল। আর তারা বিষয়টি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়। সে সময় বিচারপতি বলেছিল, দশকের পর দশক ধরে রেড রোডে ঈদের নামাজ হয়ে আসছে। সুতরাং, তা বন্ধ করা সম্পূর্ণ আইনের বাইরে।

আর এবার সেই পুরনো আশঙ্কা ফিরে আসায় কপাল চাপড়াচ্ছে মুসলিম মহল। তবে এখনো পর্যন্ত কমিটির তরফ থেকে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। সূত্রের খবর, 8 নম্বর জাকারিয়া স্ট্রিটে রবিবার একটি বৈঠকের ডাক দিয়েছে কমিটি। আর সেখানে সদস্যদের মতামত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে কমিটির সভাপতির তরফ থেকে। 

আরও পড়ুনঃ ঘণ্টায় ৩২০ কিমি গতি! ভারতের প্রথম বুলেট ট্রেনের ট্রায়াল রান হল জাপানে

রেড রোডের ছবি কী তাহলে এবার বদলাবে?

প্রতিবছর এই ঈদের শুভ দিনে রেড রোডে লক্ষ লক্ষ মানুষ প্রার্থনায় সামিল হয়। আর সেই দৃশ্য কলকাতার সাংস্কৃতিরই একপ্রকার পরিচয়। তবে সেই দৃশ্য হয়তো আর দেখা যাবে না রেড রোডে। হয় নতুন জায়গা খুঁজে জমায়েত করা হবে, নাহলে আবারও আদালতের দারস্থ হতে পারে খিলাফত কমিটি। এখন রবিবারের বৈঠকের দিকেই সকলের নজর। দেখা যাক কী সিদ্ধান্ত নেওয়া হয়।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥