প্রীতি পোদ্দার, কলকাতা: ২০২২ সালের জুলাই মাসে নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ED র হাতে গ্রেফতার হয়েছিলেন অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee)। একের পর এক নানা অভিযোগ উঠে এসেছিল তাঁর বিরুদ্ধে। অর্পিতার আবাসন থেকে উদ্ধার হয়েছিল কোটি কোটি টাকার সম্পত্তি। অনেকবার জামিনের আবেদন জানানো হলেও মুখ ফিরিয়ে নিয়েছিল আদালত। অবশেষে জামিন মুক্তি পান তিনি।
গত বছর অর্থাৎ ২০২৪ এর শেষের দিক জামিনে মুক্ত হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। ৫ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে অর্পিতাকে জামিন দেয় বিশেষ ইডি আদালত। তবে এবার অন্য রূপে আদালতে হাজির অর্পিতা। সূত্রের খবর গত সোমবার তাঁকে ফের আদালত চত্বরে দেখা গিয়েছিল। কিন্তু সেটা নিয়োগ দুর্নীতি মামলার জন্য নয় জানা গিয়েছে তাঁর মা-বাবার পারিবারিক পেনশনের টাকা জমার উপায়ের খোঁজে আদালতের দ্বারস্থ হয়েছিলেন।
কী কারণে আদালতে আবেদন করেন অর্পিতা?
সূত্রের খবর, গত সোমবার বিশেষ ইডি আদালতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার অনুমতি চেয়ে আবেদন করেছিলেন অর্পিতা মুখোপাধ্যায়। এদিন তাঁর আইনজীবী আদালতে জানিয়েছেন যে অর্পিতার বাবা আগেই মারা গিয়েছেন এরপর মায়েরও মৃত্যু হয়েছে। এদিকে তাঁরা দু’জনেই কেন্দ্রীয় সরকারি কর্মচারী ছিলেন। হিসেব মত তাঁদের পেনশনের টাকা অর্পিতা মুখোপাধ্যায় পাবেন। এদিকে সেই টাকা পেতে হলে ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে হবে। কিন্তু অর্পিতার সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ED বাজেয়াপ্ত করে নিয়েছে। তাই বাবা মায়ের পেনশনের টাকা পেতে নতুন অ্যাকাউন্ট প্রয়োজন।
আরও পড়ুনঃ চাকরি বাতিল মামলায় আরেক কাণ্ড, কমল অযোগ্যদের সংখ্যা! সুপ্রিম কোর্টে হলফনামা SSC-র
সম্পত্তি চুরির নালিশ করল অর্পিতা
এক্ষেত্রে তাই এদিন অর্পিতা মুখোপাধ্যায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার অনুমতি দেওয়া হোক এই মর্মে আদালতের কাছে আবেদন জানান। আদালত সংশ্লিষ্ট বিষয়ে ইডির তদন্তকারী অফিসারের সঙ্গে কথা বলার নির্দেশ দিয়েছে। একইসঙ্গে বাবার সম্পত্তি থেকে নাকি চুরি হয়েছে একাধিক সামগ্রি সেই বিষয়ে আদালতে জানান অর্পিতা। বিচারক চুরির বিষয়ে স্থানীয় থানায় অর্পিতাকে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন। অন্যদিকে ED সূত্রে দাবি, নিয়োগ দুর্নীতির মামলায় ২০২২ সালে যে তিন জনের বয়ান লিপিবদ্ধ করা হয়েছিল তাদের তিনজনকেই গত সোমবার সাক্ষ্য গ্রহণের শুনানিতে আদালতে পেশ করা হয়েছিল। আর সেই তিনজন হলেন কৃষ্ণচন্দ্র অধিকারী, মৃন্ময় মালাকার ও রণেশ কুমার সিংহ।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |