Indiahood-nabobarsho

হাওড়া সহ ৪ ডিভিশনে মদ্যপ অবস্থায় ট্রেন চালাচ্ছেন ২৭২ লোকো পাইলট! পূর্ব রেলে হইচই

Updated on:

howrah station drunk loco pilot

সহেলি মিত্র, কলকাতাঃ প্রতিদিন ট্রেনে লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করছে। এদিকে এই বিপুল সংখ্যক যাত্রী পরিচালনা করা কিন্তু মোটেও সহজ কাজ নয়। সকলের সুরক্ষা, সুযোগ সুবিধার দিকে নজর রাখা রেলের কর্তব্যের মধ্যে পড়ে। সবথেকে বড় কথা, সকলের কথা বিবেচনা করে, লোকো পাইলটের (ট্রেন চালক) জন্য কিছু নিয়ম-কানুন নির্ধারণ করা হয়েছে। যেমন নতুন নিয়ম নিয়ম অনুযায়ী, কেউ খাবার খেতে পারবেন না, বাথরুম ব্রেক নিতে পারবেন না, ডাবের জল খেতে পারবেন না, মদ্যপান করে ট্রেন চালাতে পারবেন না ইত্যাদি। কিন্তু সম্প্রতি লোকো পাইলটদের এমন এক তথ্য সামনে উঠে এসেছে যেটি সম্পর্কে জানা ও শোনার পর ট্রেনে ওঠার ব্যাপারে হয়তো ১০ বার ভাবছেন। নিশ্চয়ই ভাবছেন কী তথ্য সামনে উঠে এসেছে? তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

লোকো পাইলটদের নিয়ে বিস্ফোরক তথ্য

বর্তমান পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি এক আরটিআই জবাবে সামনে এসেছে পূর্ব রেলের ব্রেথ অ্যানালাইজার টেস্ট সংক্রান্ত রিপোর্টের বিস্তারিত তথ্য। আর এই রিপোর্ট দেখে মুখ হা হয়ে গিয়েছে অধিকাংশের। প্রশ্ন উঠছে, বাংলায় আদৌ আর রেল যাত্রীরা সুরক্ষিত তো? আর কি আগামী দিনে ট্রেনে ওঠা বুদ্ধিমানের কাজ হবে? ব্রেথ অ্যানালাইজার টেস্ট হল কোনও মানুষ মদ্যপ কিনা বা কত শতাংশ মদ্যপ সে বিষয়ে জানা যায়। আর এই রিপোর্টে উঠে এসেছে, বাংলায় এমন বহু লোকো পাইলট নাকি এমন রয়েছেন যারা মদ্যপ অবস্থায় ট্রেন চালান (Drunk Loco Pilot)। আর এই সংখ্যা ছাড়িয়েছে ২৭২।

পরীক্ষা করতে গিয়ে দেখা গিয়েছে, ‘সাইন অফ’ ডিউটিতে এহেন ব্রেথ অ্যানালাইজার টেস্টে ব্যর্থ হয়েছেন পূর্ব রেলের মোট ৭৯ জন চালক এবং সহ চালক। ‘সাইন অন’ ডিউটিতে একই পরীক্ষায় ব্যর্থ হয়েছেন ১৯৩ জন ট্রেন চালক এবং সহ চালক। এর অর্থ, ডিউটিতে যোগ করার ঠিক আগের মুহূর্তে মদ্যপান করেছেন তাঁরা।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

শিরোনামে হাওড়া, আসানসোল ডিভিশন

বিগত দুই বছর ধরে পূর্ব রেলের মোট চার ডিভিশনে তথ্য প্রকাশ্যে উঠে এসেছে। এদিকে এই রিপোর্ট সামনে আসতেই সর্বত্র শোরগোল পড়ে গিয়েছে। পূর্ব রেলের ওই চারটি ডিভিশন হল আসানসোল, হাওড়া, মালদহ টাউন এবং শিয়ালদহ। আরটিআইয়ের জবাব থেকে দেখা যাচ্ছে যে, উল্লিখিত সময়সীমায় ‘সাইন অফ’ এবং ‘সাইন অন’ ডিউটিতে ব্রেথ অ্যানালাইজার টেস্টে সবথেকে বেশি ব্যর্থ হওয়ার রেকর্ড হয়েছে হাওড়া ডিভিশনে। এই সংখ্যা হল যথাক্রমে ৪৯ এবং ১১১।

আরও পড়ুনঃ সোনার ঝকমকানিতে ছেদ! দাম কমেছে রুপোরও, দেখুন আজকের রেট

অন্যদিকে ‘সাইন অফ’ ডিউটির ক্ষেত্রে উল্লিখিত পরীক্ষায় ব্যর্থ হওয়া ট্রেন চালক এবং সহ চালকের সংখ্যা আসানসোলে ৬ জন, মালদহ টাউনে ন’জন এবং শিয়ালদহে ১৫ জন। ‘সাইন অন’ ডিউটির ক্ষেত্রে মদ্যপান করে ব্রেথ অ্যানালাইজার টেস্টে ব্যর্থ হওয়া চালকদের সংখ্যা আসানসোলে যথাক্রমে ৪০ জন, মালদহ টাউনে ২৩ জন এবং শিয়ালদহে ১৯ জন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group