বাংলার সবথেকে লং ডিস্টেন্স MEMU, লোকাল ট্রেনে করেই বারাণসী, ভাড়া মাত্র ১৫৫ টাকা

Published:

asansol varanasi memu
Follow

সহেলি মিত্র, কলকাতাঃ বারাণসী…এক মন্দির শহর। ঘাটের শহর বললেও কিন্তু খুব একটা ভুল হবে না। বারাণসীর লসসি, পান, সর্বোপরি এখানকার নৌকা ভ্রমণ, গঙ্গা আরতি, একের পর এক মন্দির, ঘাট দেখলে মন ও শরীর দুটোই জুড়িয়ে যায়। এমনিতে এই বারাণসী যাওয়ার জন্য আপনি আকাশ, রেল এবং সড়কপথে খুব সহজেই যেতে পারবেন। এমনকি পশ্চিমবঙ্গ থেকেও বহু এক্সপ্রেস ট্রেন আছে যা আপনাকে সহজেই বারাণসী পৌঁছে দেবে। তবে সেটা বেশ অনেকটাই খরচ সাপেক্ষ। তবে আপনি কি জানেন, এই পশ্চিমবঙ্গ থেকে খুব কম খরচে এবং লোকাল ট্রেনে করে বারাণসী পৌঁছে যেতে পারবেন? শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই সত্যি।

বাংলা থেকে লোকাল ট্রেনে পৌঁছে যান বারাণসী

অনেকেই হয়তো জানেন না, রেলের তরফে পশ্চিমবঙ্গ থেকে বারাণসীর উদ্দেশ্যে লোকাল ট্রেন চালানো হয়। আর খরচ মাত্র ১৫৫ টাকা। কপাল ভালো থাকলে সিটও পেয়ে যাবেন বৈকি। আসলে এটি হল পশ্চিমবঙ্গের সবথেকে দূরের বা লং ডিস্টেন্স মেমু ট্রেন, যেটি পশ্চিমবঙ্গের আসানসোল থেকে বারাণসী (Asansol Varanasi MEMU) অবধি চলাচল করে।

ট্রেনের সময়সীমা ও ভাড়া

যাত্রাপথে ট্রেনটি মোট ৪৮০ কিমি পথ অতিক্রম করে। ট্রেনের ভাড়া মাত্র ১৫৫ টাকা। 13553 আসানসোল বারাণসী মেমু এক্সপ্রেস আসানসোল জংশন থেকে প্রতিদিন সকাল ৬:৪০ মিনিটে ছেড়ে রাত ৯:২০ মিনিটে পৌঁছে যায় বারাণসী জংশন। এটি পশ্চিমবঙ্গের সবচেয়ে লং ডিসটেন্স চলা মেমু ট্রেন ৪৮০ কিলোমিটার পথ অতিক্রম করে ৮৩ স্টপেজ দেয়। ধানবাদ জংশন, রানীগঞ্জ, গয়া জংশন, সাসারাম হয়ে ছুটে যায়।

জানলে অবাক হবেন, এই ট্রেনটি ৪৮০ কিমি পথ অতিক্রম করতে ১৫ ঘণ্টা সময় নেয়। অন্যদিকে অন্যান্য এক্সপ্রেস ট্রেন আপনাকে মাত্র ১১ ঘন্টা ৩০ মিনিটে আপনাকে কলকাতা থেকে বারাণসী পৌঁছে দেবে

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join