Indiahood-nabobarsho

পহেলগাঁও নিয়ে পোস্ট করায় ‘বাংলার মেয়ে’কে ধর্ষণের হুমকি, পাশে দাঁড়ালেন শুভেন্দু

Published on:

Pahalgam

প্রীতি পোদ্দার, কলকাতা: গত ২২ এপ্রিল, ভূস্বর্গের পহেলগাঁও (Pahalgam) -এ জঙ্গিদের হামলায় প্রাণ হারিয়েছে ২৬ জন পর্যটক। আর এই ঘটনার জেরে স্বভাবতই ক্ষুব্ধ এবং শোকস্তব্ধ গোটা দেশ। আর এই সন্ত্রাসবাদীদের উচিৎ শিক্ষা দিতে ইতিমধ্যেই কেন্দ্রের তরফে শুরু হয়েছে কূটনৈতিক এবং রাজনৈতিক আলোচনা। নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ। অন্যদিকে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাতে সাধারণ মানুষ থেকে শুরু করে সেলেবরাও রাজপথ থেকে সোশাল মিডিয়া সর্বত্রই তুলেছে প্রতিবাদের ঝড়। কিন্তু এই প্রতিবাদের মাঝেই এবার ঘটে আরও এক বিপত্তি। পহেলগাঁও নিয়ে পোস্ট করায় তরুণীকে ধর্ষণের হুমকি দেওয়া হল বাংলায়।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

সমাজমাধ্যমে তরুণীকে ধর্ষণের হুমকি

সূত্রের খবর, পহেলগাঁও এর বৈসারন উপত্যকায় জঙ্গি হামলার বিরোধিতা করে সমাজমাধ্যমে বাকিদের মত একটি প্রতিবাদমূলক পোস্ট করেছিলেন অশোকনগরের এক তরুণী। কিন্তু সেই পোস্টটি ‘ধর্মীয় বিদ্বেষমূলক’ বলে তরুণীকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠল। জানা গিয়েছে তরুণীর এই মন্তব্যকে বেশিরভাগ সমর্থন করলেও দু’জন বিরূপ মন্তব্য করেছিলেন। এনিয়ে রীতিমতো বিতর্কের ঝড় ওঠে তরুণীর ফেসবুক প্রোফাইলে। তাতেই ঘটে বিপত্তি। এরপর অশোকনগর থানায় এনিয়ে অভিযোগ দায়ের করা হলে তদন্তকারী অফিসাররা দফায় দফায় তাঁর বাড়িতে যান।

ফেসবুক লাইভে অভিযোগ জানিয়েছে তরুণী

এই প্রসঙ্গে পুলিশের দাবি ছিল তরুণীর ওই ফেসবুক পোস্টটি নাকি সাম্প্রদায়িক ছিল। তাই সেক্ষেত্রে পুলিশও ওই পোস্টের বিরুদ্ধেও অভিযোগ করে, পরে অবশ্য পুলিশের অনুরোধে পোস্টটি ডিলিট করে দেয় তরুণী। এদিকে ওই তরুণীকে ধর্ষণের হুমকি নিয়ে যে অভিযোগ দায়ের হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। কিন্তু শুক্রবার সন্ধ্যা পর্যন্ত কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ। তরুণীর অভিযোগ, গত বৃহস্পতিবার রাতে দুটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে তাঁকে মেসেঞ্জারে গালিগালাজ-সহ বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করার হুমকি দেওয়া হয়। তারপরই আতঙ্কে কান্নায় ভেঙে পড়েন তরুণী। এমনকি ওই তরুণী গোটা বিষয়টি জানিয়ে ফেসবুক লাইভ করেন।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুনঃ তেহট্টে ফিরল ঝন্টু আলির দেহ, কফিন আগলে প্রতিশোধের বার্তা শহিদের স্ত্রীয়ের

পাশে থাকার আশ্বাস শুভেন্দুর

এদিকে তরুণীর সেই লাইভ ভিডিও ভাইরাল হতেই গতকাল স্থানীয় বিজেপি নেতা, কর্মীরা তরুণীর পাশে দাঁড়াতে তাঁর বাড়িতে যান। আর সেখানেই দলীয় কর্মীদের ফোন থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কথা বলে আইনি সাহায্যের আশ্বাস দেন। আর এই আবহে অশোকনগর-কল্যাণগড় পুরসভার চেয়ারম্যান প্রবোধ সরকার জানান, “কাশ্মীরে যে ঘটনা হয়েছে তা নিন্দনীয়। এই ঘটনায় সমস্ত মানুষেরই প্রতিবাদ করার অধিকার রয়েছে। এই বিষয়ে কারও সমস্যা থাকার কথা নয়। কিন্তু, সোশাল মিডিয়ায় কোনও পোস্ট যদি প্রতিবাদের নামে মৌলিক অধিকার খর্ব করে, সেক্ষেত্রে প্রশাসন যথাযথ ব্যবস্থা নিতে পারে।”

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group