খরচ কয়েক লাখ! নীলের পর বাংলায় এবার সবুজ রাস্তা, রয়েছে অনেক বিশেষত্ব

Published on:

ausgram

প্রীতি পোদ্দার, বর্ধমান: দুবাইয়ে চড়া তাপমাত্রার হাত থেকে রাস্তা সুরক্ষিত রাখতে রাস্তার উপরে নীল রঙের প্রলেপ দেওয়া হয়েছিল। আর সেই পদ্ধতি অবলম্বন করতে পশ্চিমবঙ্গেও নির্মাণ করা হয়েছিল এমন রাস্তা। তবে সবাইকে তাক লাগিয়ে এবার নির্মাণ করা হল সবুজ রঙের রাস্তা।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

রাজ্যে নির্মিত হল সবুজ রঙের রাস্তা!

এই ধরনের রাস্তা বানানোর পিছনে অমরপুর পঞ্চায়েত এর তরফ থেকে জানানো হয়েছে যে, পিচের রাস্তা তৈরির পর তা রক্ষা করার জন্য রাস্তার উপরে দেওয়া হয়েছে প্লাস্টিকের প্রলেপ। এক দিকে এই প্রলেপ যেমন পিচকে বৃষ্টির জল থেকে রক্ষা করছে, অন্য দিকে রঙিন রাস্তা শোভাও বাড়াবে। পাশাপাশি প্রাকৃতিক উপায়ে বিদ্যুৎ সংগ্রহের জন্য রাস্তার উপর বসানো হয়েছে সোলার লাইট। দূর থেকে দেখতে এই রাস্তাটি পুরো পান্না রঙের মত দেখায়। আর নিজেদের গ্রামের এই রাস্তা দেখতে ভিড় জমিয়েছে গ্রামের বাসিন্দারা। সবার চোখে মুখে যেন আশ্চর্যের প্রতিলিপি ফুটে উঠেছে।

বৈচিত্র্যপূর্ণ রাস্তা দেখে অবাক গ্রামবাসী

স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, এর আগে রায়না ২ ব্লকের উচালনের একলক্ষ্মী এলাকায় নীল রঙের রাস্তা তৈরি হওয়ায় তা দেখার জন্য অনেকেই ভিড় জমিয়েছিল। কিন্তু রাস্তার রং ঘাসের মত সবুজ দেখে বিস্মিত সকলেই। আউশগ্রাম–২ ব্লকের বিডিও চিন্ময় দাস জানিয়েছেন, পরিত্যক্ত প্লাস্টিকের বোতল গলিয়ে পিচের সঙ্গে মিশিয়ে এই গ্রিন সিল কোট তৈরি করা হয়েছে। আর তাতে রং বেরঙের এই রাস্তা পেয়ে বেশ খুশি এলাকাবাসী।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

এই রাস্তা নির্মাণের জন্য খরচ হয়েছে লাখেরও বেশি টাকা। পঞ্চায়েতের সূত্রে জানা গিয়েছে পঞ্চম রাজ্য অর্থ কমিশনের বরাদ্দের টাকায় অমরপুরের কালিকাপুর ফুটবল মাঠ থেকে মুচিপাড়া এসটি পাড়া পর্যন্ত বিটুমিনের সঙ্গে গ্রিন সিল কোট মিশিয়ে তৈরি করা করা এই রাস্তার জন্য খরচ হয়েছে প্রায় ৫ লক্ষ ৬৬ হাজার টাকা। তবে কতদিন এই রাস্তা সুরক্ষিত থাকবে তা নিয়ে উঠেছে নানা প্রশ্ন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group