আঙুলের ছাপ দিয়েও ৩ মাস ধরে মিলছে না সামগ্রী, রেশন নিয়ে ফের ভয়ঙ্কর অভিযোগ বাংলায়

Published on:

rationing west bengal

প্রীতি পোদ্দার, দত্তপুকুর: রেশন দুর্নীতি নিয়ে একগুচ্ছ অভিযোগ উঠে আসছে রাজ্য সরকারের বিরুদ্ধে। এখনও রেশন মামলার দুর্নীতি নিয়ে জেলবন্দী প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। একাধিক গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে। আর এই আবহেই এবার এক রেশন ডিলারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠে এল। হাতের টিপসই নিয়ে স্লিপ দিয়েও রেশন সামগ্রী নিয়ে দেদার প্রতারণা চলছে কয়েক মাস ধরে।

ঘটনাটি কী?

WhatsApp Community Join Now

সূত্রের খবর, উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের ময়নাগোদিতে এক রেশন ডিলারের দোকানে সঠিক সময়ে রেশন না মেলায় চড়াও হলেন প্রায় আড়াই হাজার মানুষ। তাঁদের অভিযোগ, উপভোক্তাদের টিপসই সময় মতো নিয়ে নিয়েও রেশন ডিলার সুমন ভদ্র চালান দিয়েও রেশনের জিনিস হাতে দেন না। এদিকে গত মঙ্গলবার রাতে গ্রামবাসীরা রেশনের সামগ্রী দোকানে ঢুকতে দেখে চড়াও হন সুমনের রেশন দোকানে। সেখানে গিয়ে বিক্ষোভের মাঝে ভয়ে দোকান ছেড়ে পালিয়ে যান ওই রেশন ডিলার।

কী বলছেন উপভোক্তারা ?

শাহানুর রহমান নামে এক উপভোক্তার অভিযোগ জানিয়েছে যে, ‘‘তিন মাস ধরে সবার আঙুলের টিপসই নিয়ে কাগজ দিয়েও রেশনের সামগ্রী দিতে অস্বীকার করছেন রেশন ডিলার। তাহলে এই তিন মাসের রেশন কোথায় যাচ্ছে? মঙ্গলবার রেশনের জিনিসপত্র আসার খবর পেয়ে আমরা সবাই দোকানে এসেছি। কিন্তু রেশন ডিলার কোনও জবাব দিতে পারছেন না।’’ আর এই বিক্ষোভের জেরে ওই এলাকায় উপস্থিত হয়েছেন পশ্চিম খিলকাপুর গ্রাম পঞ্চায়েত থেকে বারাসত-১ ব্লকের সভাপতি হালিমা বিবি-সহ তৃণমূলের কর্মীরা।

সভাপতি হালিমা বিবি দাবি করেন, ‘‘দীর্ঘ দিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন ওই রেশন ডিলার। তার ফলেই হয়তো রেশন সামগ্রী পেতে অসুবিধার মুখে পড়তে হয়েছে উপভোক্তাদের। বার বার রেশন ডিলারকে জানানো হয়েছিল রেশনের জিনিস উপভোক্তাদের হাতে তুলে দিতে। কিন্তু কাজে গাফিলতির জন্য বিক্ষোভের মুখে পড়েছেন।” বিক্ষোভের জেরে রেশন ডিলার সুমন দোকান ছেড়ে পালিয়ে যাওয়ায় দত্তপুকুর থানার পুলিশ গিয়ে উপভোক্তাদের হাতে রেশন সামগ্রী ভাগ করে দেন।

সঙ্গে থাকুন ➥
X