সৌভিক মুখার্জী, কলকাতা: রাতের অন্ধকারে বিরাট দুঃসাহস দেখিয়ে এটিএম লুট (Durgapur ATM Robbery) করে সর্বস্ব নিয়ে পালালো দুষ্কৃতীরা। সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের টাউনশিপ কেমিক্যালস কলোনি এলাকায়। সবথেকে বড় ব্যাপার, যাতে রাতের অন্ধকারে কেউ না দেখতে পায়, তার জন্য আগে থেকেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় তারা। এরপর চালায় লুটপাট। জানাজানি হতেই গোটা এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য।
বিদ্যুৎ বিচ্ছিন্ন করেই দুর্গাপুরে এটিএম লুট!
স্থানীয় রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, শুক্রবার রাতে ঘটে এই ভয়াবহ এটিএম লুটের ঘটনা। শনিবার সকালে যখন স্থানীয়রা টাকা তুলতে আসে, তখন দেখে মেশিনটি ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। এমনকি এটিএম-র কাউন্টারের বাইরে একটি সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল। সেটিও উধাও। এই খবর ছড়িয়ে পড়তেই কাউন্টারের সামনে ভিড় জমে যায় এবং চাঞ্চল্য ছড়িয়ে পড়ে টাউনশিপ এলাকায়।
সূত্রের খবর, যাতে কেউ না দেখতে পায় তার জন্য আগে থেকেই দুষ্কৃতীরা ওই এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিল। হ্যাঁ, যে ফ্লাটের একতলায় এটিএম কাউন্টারটি রয়েছে, সেখানকার দোতলাতেই থাকেন শ্যামাপ্রসাদ সাঁই নামের এক বাসিন্দা। তিনি বলেছেন যে, টাউনশিপে পাওয়ার সাপ্লাই আগে থেকেই অফ করে দিয়েছিল ওই দুষ্কৃতীরা। তারপরেই এটিএম ভাঙচুর করেছে। আমরা সবাই আতঙ্কিত। আরও এক স্থানীয় বাসিন্দা বলছেন, টাউনশিপের মাঝে থাকা এটিএম কাউন্টারে যদি এভাবে দুষ্কৃতীরা হানা দেয়, তাহলে আমাদের সুরক্ষা কোথায় যাবে? আমরা এখন চরম আতঙ্কের মধ্য দিয়ে দিন কাটাচ্ছি। দুর্গাপুরে এরকম ঘটনা ঘটবে তা ভাবা যায়নি।
আরও পড়ুনঃ বীরভূমে ছাগল চড়ানোকে কেন্দ্র করে শাসকদলে গোষ্ঠীদ্বন্দ্ব! গণপ্রহারে মৃত্যু তৃণমূল কর্মীর
খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। এমনকি স্থানীয় পুলিশ এবং প্রশাসন ঘটনাস্থলে আসে এবং বেলার দিকে ব্যাঙ্কের লোকজনও হাজির হয়। তবে দুষ্কৃতীদের এমন তান্ডব থেকে আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, খুব দ্রুত দুষ্কৃতীদেরকে ধরে কঠোর শাস্তি দেওয়া হোক। বর্তমানে পুলিশ ঘটনাস্থল খতিয়ে দেখছে এবং তল্লাশি চালাচ্ছে।












