বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভিন রাজ্যে বাংলাদেশি বলে নিগ্রহের আশঙ্কা সত্ত্বেও কাজের খোঁজে বাংলা থেকে হরিয়ানায় ফিরল 35টি পরিবার (Auto Drivers Return To Haryana)। দ্য টেলিগ্রাফের রিপোর্ট অনুযায়ী, উত্তর দিনাজপুরের ইটাহার থেকে গুরগাঁওয়ের উদ্দেশ্যে রওনা দিয়ে শনিবার ভোরে হরিয়ানায় পৌঁছেছে শ্রমিক পরিবারগুলি। জানা যাচ্ছে, অন্তত 35টি পরিবার 25টি অটো নিয়ে ভিন রাজ্যে গিয়েছেন। তাঁদের দাবি, বাংলায় যা রোজগার হয় তা দিয়ে সংসার চালানো যায় না। তাই দুটো বেশি অর্থ রোজগারের আশায় তাঁরা হরিয়ানায় ফিরলেন।
আতঙ্কের মধ্যেই পরিবার নিয়ে হরিয়ানায় ফিরেছেন অটোচালকরা
সাম্প্রতিককালে বিজেপি শাসিত বেশ কয়েকটি রাজ্যে বলা ভাল, বাংলার বাইরে বাংলাভাষী শ্রমিকদের উপর অত্যাচারের ঘটনা চোখে পড়েছে। বারবার বাংলাভাষী মানুষদের বাংলাদেশি তকমা দেওয়া হয়েছে ভিন রাজ্যের পুলিশ প্রশাসনের তরফে। এমনকি, বাংলা ভাষায় কথা বললেই ওপার বাংলায় পাঠিয়ে দেওয়ার মতো ঘটনাও চোখে পড়েছে বেশ কয়েকবার। যা নিয়ে বারবার সরব হয়েছে রাজ্যের শাসকদল।
তবে সেই সব ঘটনা জানা সত্ত্বেও বাংলাদেশি বলে নিগ্রহের আশঙ্কাতেই পরিবার নিয়ে হরিয়ানায় পাড়ি দিয়েছেন অটোচালকরা। জানা যায়, এই শ্রমিক পরিবারগুলিই ভিন রাজ্যে পুলিশের হাতে হেনস্থার পর বাংলায় ফিরে আসতে বাধ্য হয়েছিলেন। তবে, পশ্চিমবঙ্গে রোজগার কম হওয়ায় ফের গুড়গাঁওয়েই ফিরতে হল তাদের।
সে প্রসঙ্গে এক অটোচালক দাবি করেছেন, দীর্ঘ সমস্যা নিয়ে বাংলায় ফেরার পর বুঝতে পারেন, এ রাজ্যে অটো চালিয়ে মাসিক কিস্তিটুকুও মেটানো যায় না। আরেক শ্রমিক জাফর আলি জানিয়েছেন, একমাস বাড়ি ছিলাম। কিন্তু ইটাহারে দিনে 200 টাকার বেশি আয় হয়নি। এদিকে গুরগাঁওয়ে দিনে অন্তত 1,000 টাকা রোজগার হয়ে যায়। তাই আবার ফিরেছি।
তাছাড়াও এক মহিলা কর্মীর দাবি, বাংলায় যেখানে সারাদিন খেটে 500 টাকাও রোজগার করা যায় না, সেখানে গুরুগাঁওতে শুধুমাত্র গৃহকর্মী হিসেবে কাজ করে মাসে 10 হাজার টাকার বেশি আয় করা সম্ভব। সন্তানদের পড়াশোনা, সংসার সব খরচ সামলাতে ফের ভিন রাজ্যেই ফিরে আসতে হল আমাদের।
অবশ্যই পড়ুন: ড্রোন শোয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী মোদিকে স্বাগত জানিয়েছে চিন? ফ্যাক্ট চেক
ভাতা নয় কর্মসংস্থান চান পরিযায়ী শ্রমিকরা
বাংলা থেকে কাজের সন্ধানে দেশের বিভিন্ন রাজ্যে ছুটতে হয় শ্রমিকদের। তবে সেখানে গিয়ে বাংলা ভাষায় কথা বললেই বারবার পুলিশ প্রশাসনের হাতে নিগ্রহ হতে হচ্ছে। এমন ঘটনার পরিপ্রেক্ষিতে, বাংলা ভাষাভাষীদের উপর আক্রমণের বিরোধিতা করে বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য শ্রমশ্রী প্রকল্প ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে পরিযায়ী শ্রমিকদের একটা বড় অংশের দাবি, 5,000 টাকায় মাস চলে না। সংসারের খরচ, ছেলে মেয়ের লেখাপড়া সব দিয়ে এই অর্থ কিছুই নয়। এর বদলে যদি বাংলায় কর্মসংস্থানের ব্যবস্থা করা যেত তাহলে খেয়ে পড়ে বেঁচে থাকতে পারতাম!
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |