সহেলি মিত্র, কলকাতাঃ ভয়াবহ বন্যার কবলে মালদা (Malda Flood) জেলা। মৃত্যু হচ্ছে একের পর এক মানুষের। সেইসঙ্গে নিখোঁজ আরও অনেকে। মালদাতে গত কয়েকদিনে ৩ জনের মৃত্যু হয়েছে বন্যার জলে ডুবে। এবার প্রাণ কাড়ল একরত্তি শিশুর। আজ বৃহস্পতিবার মালদা জেলার উত্তর নন্দীটোলা গ্রামে ঘটেছে ঘটনাটি।
ঘরে বন্যার জলে ডুবে মৃত্যু শিশুর
স্থানীয় রিপোর্ট অনুযায়ী, জলে ডুবে মৃত্যু হয়েছে সুমিত মণ্ডল নামের এক দেড় বছরের শিশু। ঘটনার সময়ে বাড়িতে ছিল বোন। মা গিয়েছিলেন স্থানীয় রেশন ডিলারের থেকে রেশন আনতে। এদিকে বাড়িতে সকালবেলা বোনের সঙ্গে চৌকিতে খেলছিল সুমিত। সেইসময়ে আচমকা চৌকি থেকে জলের মধ্যে পড়ে যায় সুমিত। ব্যস তারপরেই সব শেষ। সবথেকে বড় কথা, ঘরে থাকা বন্যার জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে একরত্তির।
মালদায় ভয়াবহ বন্যার জল ঢুকেছে সাধারণ মানুষের বাড়িতেও। ফলে বেশ চিন্তিত মানুষজন। মাথায় রীতিমতো বাজ ভেঙে পড়েছে যাদের ঘরে শিশু রয়েছে। সকলের আশঙ্কা, যে কোনও সময়ে বড় বিপদ ঘটে যেতে পারে। মা সীমা মণ্ডল খবর পেউএ কান্নায় ভেঙে পড়েছেন। জানা গিয়েছে, সুমিতের বাবা দিল্লিতে পরিযায়ী শ্রমিকের কাজ করে। এহেন ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ভয়াবহ বন্যার কবলে মালদা, বাড়ছে মৃত্যু সংখ্যা
ইতিমধ্যে মালদায় সতর্কতা জারি করা হয়েছে। ত্রাণও পাঠানো হচ্ছে পরিবারগুলিকে। এদিকে ভয়াবহ বন্যার জেরে হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও অবধি ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। উদ্বিগ্ন প্রশাসনও। এই প্রসঙ্গে স্থানীয় পঞ্চায়েত প্রধান জানিয়েছেন, “পরিস্থিতি যথেষ্ট খারাপ। ঘরের মধ্যেই জল ঢুকে গিয়েছে। ছোট ছোট বাচ্চাদের নিয়ে খুবই চিন্তার মধ্যে রয়েছি।” এছাড়াও মালদার মানিকচক ব্লকের ভুতনি থানার মহেন্দ্র টোলা এলাকায় বন্যার জলে ডুবে প্রাণ হারিয়েছে ষষ্ঠ শ্রেণির ছাত্রী হেমাঙ্গিনী মন্ডল (১২)।