ভেঙে দু’ভাগ! দুলছে নবদ্বীপের গৌরাঙ্গ সেতু, ভাইরাল ভিডিও দেখে আঁতকে উঠবেন, বিকল্প পথ দেখুন

Published on:

nabadwip gourango setu

শ্বেতা মিত্র, নবদ্বীপঃ বাংলা হোক বা বিহার, সাম্প্রতিক সময়ে একের পর এক ব্রিজ বিপর্যয় সকলকে চমকে দিয়েছে। গত কয়েক মাসে লাগাতারভাবে বিহারের একের পর এক ব্রিজ ভেঙে পড়েছে তবে আজ বাংলার এমন একটি ব্রিজ নিয়ে আলোচনা করা হবে যেটির ওপর দিয়ে প্রতিদিন হাজার হাজার গাড়ি, সাধারণ মানুষ যাতায়াত করেন। কিন্তু সেই ব্রিজের বর্তমান অবস্থা দেখলে আপনারও হাড়হিম হয়ে যাবে বৈকি। আজ কথা হচ্ছে নবদ্বীপের গৌরাঙ্গ সেতু নিয়ে। সম্প্রতি সামাজিক মাধ্যমে এই গৌরাঙ্গ সেতুর একটি ভিডিও ভাইরাল হয়েছে, যা দেখে আপনিও হয়তো শিউরে উঠতে পারেন। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি Indiahood.in।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

গৌরাঙ্গ সেতুর বেহাল দশা

গৌরাঙ্গ সেতুর (Gauranga Bridge) যে ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে তা দেখে সকলেরই মুখে একটাই কথা, যে কোনো মুহূর্তে বড় কোনো অঘটন ঘটে যেতে পারে। এর আগে মেরামতির জন্য বেশ কিছু বার সেতুটিকে বন্ধ রাখা হয়েছিল। কাজও হয়েছে। কিন্তু সেই যে কে সেই অবস্থা। পথ চলতি মানুষজন থেকে শুরু করে সকলেই এই সেতু নিয়ে বড় বিপদের আশঙ্কা করছেন। নবদ্বীপের গৌরাঙ্গ সেতু অন্যতম নিদর্শন নদিয়া জেলার। পর্যটকরা মন্দির নগরী মায়াপুর ও নবদ্বীপে ভ্রমণের সময় গঙ্গা পারাপার করলে দূর থেকে এই গৌরাঙ্গ সেতু দেখা যায়। যদিও এই সেতুর ওপর দিয়ে এখন ভারী যান চলাচল বন্ধ।

গৌরাঙ্গ সেতুর ভিডিও ভাইরাল

এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন যে ভাইরাল হওয়া ভিডিওতে কী আছে? ভিডিওতে দেখা যাচ্ছে, ব্রিজের মাঝামাঝি অবস্থা খুলে যাচ্ছে। এদিকে তারওপরেই দাঁড়িয়ে রয়েছে ভারী মালবহনকারী একটি ট্রাক। এছাড়া অন্যান্য মানুষজন সাইকেলে করে প্রাণ হাতে নিয়ে যাতায়াত করছেন। এহেন ভিডিও দেখে চমকে গিয়েছেন সকলে। ইতিমধ্যে এই ব্রিজ দিয়ে ভারী যান চলাচল বন্ধ রাখা হয়েছে বলে খবর। বিকল্প পথ হিসেবে NH12 ব্যবহার করে আপনি নিজের গন্তব্যে পৌঁছতে পারেন। কলকাতা থেকে এয়ারপোর্ট হয়ে যশোর রোড, কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে NH12 উঠুন। সেখান থেকে আপনি নিজের গন্তব্যে নির্দ্বিধায় যেতে পারবেন।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group