হুগলির মুকুটে নয়া পালক, বৈদ্যবাটিকে ‘ক্লিন সিটি’র তকমা কেন্দ্রের

Published on:

Baidyabati Municipality

প্রীতি পোদ্দার, কলকাতা: বিধানসভা নির্বাচনের আগেই বড় জয়! পরিষ্কার-পরিচ্ছন্নতার নিরিখে রাজ্যের মধ্যে প্রথম স্থান অধিকার করল বৈদ্যবাটি পুরসভা। এইরূপ ঝাঁ চকচকে পুরসভা এলাকা গড়ে তোলার জন্য স্বচ্ছ ভারত মিশনে হুগলির এই পুরসভাকে বিশেষ সম্মানে ভূষিত করল কেন্দ্রীয় সরকার। আনন্দে আত্মহারা এলাকাবাসী।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

সাফল্যের শিখরে বৈদ্যবাটি পুরসভা

ফের আরও একবার জলাধারের চারপাশের পরিচ্ছন্নতা ও স্বচ্ছতার মাপকাঠিতে রাজ্যের অন্য পুরসভাগুলিকে পিছনে ফেলে সাফল্যের অঙ্গীকার নিল বৈদ্যবাটি পুরসভা। দিল্লির তরফে জানানো হয়েছে যে, স্বচ্ছ ভারত প্রকল্পের মাধ্যমে চলা বিভিন্ন বিষয়ে সমীক্ষার নিরিখে বাড়ি বাড়ি আর্বজনা সংগ্রহের ক্ষেত্রে ৯৬% কাজ সুষ্ঠু ভাবে করেছে বৈদ্যবাটি পুরসভা। এছাড়াও, বর্জ্য সংগ্রহের পর সঠিক ভাবে পচন ও অপচনশীল বর্জ্যকে সঠিক কাজে ব্যবহার করার ক্ষেত্রেও দারুন ভূমিকা পালন করেছে এই পুরসভা।

কী বলছেন বিধায়ক?

এই জয়ের সাফল্যে বৈদ্যবাটি পুরসভার প্রাক্তন পুরপ্রধান তথা বর্তমানে চাঁপদানি কেন্দ্রের বিধায়ক অরিন্দম গুঁই জানিয়েছেন যে, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পুরসভাগুলি সারা বছর শহরের প্রতিটি কোনা পরিচ্ছন্ন রাখে। এর আগেও আমি পুরপ্রধান থাকাকালীন বৈদ্যবাটি গ্রিন সিটির তকমা পেয়েছিল। তাই, একজন পুরবাসী ও স্থানীয় প্রশাসনের অঙ্গ হিসেবে কেন্দ্রের এই স্বীকৃতি আমাদের বেশি করে কাজে উৎসাহিত করবে। আশা করা যাচ্ছে ভবিষ্যতে এই স্বীকৃতি আমরা বজায় রাখতে পারব।’

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

সাফল্য নিয়ে আপ্লুত চেয়ারম্যান

অন্যদিকে বৈদ্যবাটি পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল সুবীর ঘোষ বলেন, ‘তৎকালীন পুরপ্রধান তথা বর্তমান বিধায়ক অরিন্দম গুঁইয়ের সময় থেকে যে জয়যাত্রা পুরসভা শুরু করেছিল, সেটা বর্তমান পুরপ্রধান পিন্টু মাহাতো বজায় রেখেছেন ২৩ জন জনপ্রতিনিধিকে সঙ্গে নিয়ে। আমরা খুবই গর্ব অনুভব করছি শহরের এই সাফল্যে। এই সম্মান দলগত প্রচেষ্টার ফল। সেই সঙ্গে সব কাউন্সিলার, পুরকর্মী ও নাগরিকদের সচেতনতা ও কর্ম দক্ষতার কারণেই এই স্বীকৃতি।’

আরও পড়ুন: ‘যোগ্যশ্রী’তে বড় বদল রাজ্যে! এখন সাধারণ পড়ুয়ারাও বিনামূল্যে বসতে পারবেন প্রবেশিকা পরীক্ষায়

এর আগে ২০২৩ সালে হাউজিং ও আরবান অ্যাফেয়ার্স মন্ত্রকের বিচারে স্বচ্ছ ভারত মিশনে গঙ্গার পশ্চিম তীরের শহর বৈদ্যবাটি পুরসভা বিরল সম্মানে ভূষিত হয়েছিল। দেশের এক লক্ষ শহরের মধ্যে ৪২৬ নম্বরে এবং পশ্চিমবঙ্গের মধ্যে ১ নম্বরে উঠে এসেছিল বৈদ্যবাটি। আর সেই সন্মান লোকসভা ভোটের মুখে শাসকদল তৃণমূল কংগ্রেসকে বাড়তি অক্সিজেন জুগিয়েছিল। আর এবার বিধানসভা ভোটের মুখে ফের এই সন্মান শাসকদলকে জয়ের একধাপ এগিয়ে দিল।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group