টানা ১৩ দিন ব্যান্ডেল-কাটোয়া শাখায় বাতিল একজোড়া লোকাল ট্রেন, জানাল পূর্ব রেল

Published:

Bandel-Katwa train cancel announced by Eastern Railway
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফের হাওড়া ডিভিশনের বাতিল ট্রেন চলাচল! জানা যাচ্ছে, রাতে ট্র্যাক রক্ষণাবেক্ষণ ও মেরামতির জন্য হাওড়া ডিভিশনের ব্যান্ডেল-কাটোয়া শাখায় নবদ্বীপ ধাম এবং পাটুলি স্টেশনের মধ্যে আপ লাইনে আগামী সোমবার থেকে শনিবার পর্যন্ত মোট 13 দিন গড়াবে না এক জোড়া ব্যান্ডেল কাটোয়া লোকালের চাকা। নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করে সে খবর জানিয়েছে ইস্টার্ন রেলওয়ে।

কোন কোন ট্রেন বাতিল থাকবে?

পূর্ব রেলের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে হওয়া পোস্ট মারফত খবর, মূলত রাতে রেল ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজের জন্য ব্যান্ডেল কাটোয়া শাখায় নবদ্বীপ ধাম এবং পাটুলি স্টেশনের মধ্যে আপ লাইনে আগামীকাল অর্থাৎ সোমবার 18 আগস্ট থেকে 30 আগস্ট অর্থাৎ শনিবার পর্যন্ত মোট 13 দিন প্রতিরাতে অন্তত 3 ঘন্টার ট্রাফিক ব্লকের প্রয়োজন হবে।

আর সে কারণেই, হাওড়া ডিভিশনের ব্যান্ডেল কাটোয়া শাখায় আপাতত বাতিল করা হচ্ছে একজোড়া লোকাল ট্রেন। পূর্ব রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামীকাল অর্থাৎ সোমবার থেকে ব্যান্ডেল কাটোয়ার শাখার আপ লাইনে চলবে না 37741 ও 37742 ব্যান্ডেল কাটোয়া লোকাল।

অবশ্যই পড়ুন: রবিবার মুখোমুখি হচ্ছ ইস্টবেঙ্গল-মোহনবাগান, কোথায় দেখা যাবে কলকাতা ডার্বির লাইভ স্ট্রিমিং?

উল্লেখ্য, রেল ট্র্যাক রক্ষণাবেক্ষণের জন্য ব্যান্ডেল কাটোয়া শাখায় একজোড়া লোকাল ট্রেন বাতিল করার পাশাপাশি স্পেশাল ট্রেনের ক্ষেত্রে পূর্ব রেল জানিয়েছে, এই নির্দিষ্ট কয়েকটি দিন অর্থাৎ আগামীকাল থেকে 30 আগস্ট পর্যন্ত বিশেষ ট্রেনগুলি প্রয়োজনে তার যাত্রা পথ পরিবর্তন করতে পারে। যাত্রীদের রেলের ঘোষণা উপর নজর রাখতে বলা হয়েছে। সেই সাথে নিত্যযাত্রীদের ভোগান্তির জন্য আগাম দুঃখ প্রকাশ করেছে পূর্ব রেল।

Bandel-Katwa train cancel announced by Eastern Railway

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join