কবিগুরু সহ রবীন্দ্রসঙ্গীতকে অপমান! ‘কপিল শর্মাকে বাংলায় ঢুকতে দেব না’, ঘোষণা বাংলা পক্ষর

Published:

kapil sharma rabindranath garga chatterjee
Follow

শ্বেতা মিত্র, কলকাতাঃ ফের একবার শিরোনামে বিখ্যাত অভিনেতা ও কমেডিয়ান কপিল শর্মা। এবার তাঁর ও ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তথা রবীন্দ্র সঙ্গীতকে নিয়ে অশ্লীল অঙ্গভঙ্গির অভিযোগ উঠেছে। এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই সরব হয়েছেন কবি শ্রীজাত। সবথেকে বড় কথা এই বিষয়ে তিনি এতটাই ক্ষুব্ধ যে আইনি পথে হাঁটার কথাও সোশ্যাল মিডিয়ায় জানান কবি। তবে এবার কপিল শর্মার বিরুদ্ধে গর্জে উঠল বাংলা পক্ষ।

রবীন্দ্রনাথকে নিয়ে হাসি ঠাট্টা!

কয়েকদিন আগে NETFLIX-এ ‘The Great Indian Kapil Show’-এর একটি নতুন পর্ব সংযোজিত হয়। সেখানেই কপিলের এক সহকারী শিল্পী তথা কৌতুকাভিনেতা কৃষ্ণ অভিষেকের কাণ্ডকারখানায় রেগে লাল হয়েছেন শ্রীজাত। ইতিমধ্যেই ঘটনার ভিডিও তীব্র গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর এই ভিডিও দেখে শিল্পী থেকে শুরু করে সাধারণ মানুষ বেজায় চটেছেন।

গর্জে উঠল বাংলা পক্ষ

এক ভিডিও বার্তায় কপিল শর্মাকে নিয়ে বিরাট মন্তব্য করেছেন বাংলা পক্ষের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়। তিনি জানিয়েছেন, ‘কাপিল শর্মাকে বাংলা পক্ষ বাংলায় ঢুকতে দেবে না। বাংলা পক্ষর সাধারণ সম্পাদক হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরকে “একলা চলো” নিয়ে অপমান করার জন্য কপিল শর্মার বিরুদ্ধে গুরুতর পদক্ষেপ নেওয়া হোক। বাংলা পক্ষের কাছে খবর এসেছে, সকলের প্রাণের কবি রবীন্দ্রনাথ ঠাকুররের একলা চলো দেশাত্মবোধক গান নিয়ে কুরুচিকর হাসি ঠাট্টা করেছে। এই হাসি ঠাট্টার মূলে কিন্তু মূর্খামি নয়,বরং রয়েছে চরম বিদ্বেষ। এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি আমরা।’

যদিও ঘটনায় ক্ষমা চেয়েছেন কপিল শর্মা। উল্লেখ্য, কপিল শর্মা এমন একজন কৌতুক অভিনেতা যিনি এমন নাম অর্জন করেছেন যা টিভিতে অন্য কেউ অর্জন করেনি। তিনি যে পরিমাণ খ্যাতি পেয়েছেন যা অন্য কোনও কৌতুক অভিনেতা খুব কমই পেয়েছেন। তবে এখন টিভি ছেড়ে দিয়েছেন তিনি। তার শো এখন আর টিভিতে আসে না, তবে তার পুরো উপার্জন টিভি থেকে। এই সময় তার শো নেটফ্লিক্সে আসে। বর্তমানে এর দ্বিতীয় সিজন চলছে। তৃতীয় সিজনও ঘোষণা করা হয়েছে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join