Indiahood-nabobarsho

এপারে ঢুকে গর্ত খুঁড়ছিল বাংলাদেশিরা, দেখেই ভারতীয়রা যা করল… সীমান্তে ফের উত্তেজনা

Published on:

bsf

প্রীতি পোদ্দার, মালদা: ভারত বাংলাদেশ সীমান্তে (India Bangladesh Border) অশান্তি যেন কিছুতেই পিছু ছাড়ছে না। সীমান্তে কাঁটাতার দেওয়া নিয়ে বিভিন্ন জায়গায় ভারত এবং বাংলাদেশের বাহিনীর মধ্যে মতপার্থক্য দেখা গিয়েছে। সম্প্রতি ভারত এবং বাংলাদেশের সীমান্তে বিএসএফ কাঁটাতার বসাতে উদ্যোগী হলে বিজিবি তাতে বাধা দিয়েছে বলে অভিযোগ উঠেছে। আর এই বিএসএফ এবং বিজিবি এর দ্বন্দ্বে বিশেষ প্রভাবিত হচ্ছে সেখানকার স্থানীয়রা।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

অনুপ্রবেশকারী বাংলাদেশীদের বিরুদ্ধে ফের উঠল অভিযোগ

কিছুদিন আগে মালদায় ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে বাংলাদেশিরা চড়াও হয়েছিল বলে অভিযোগ উঠে এসেছিল। অবস্থা এতটাই গুরুগম্ভীর ছিল যে সেই সময় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিপক্ষে রুখে দিয়েছিল বিএসএফ। এই আবহে গ্রামবাসীদের সীমান্তের দিকে যাওয়ার ওপরে নিষেধাজ্ঞা জারি করে ভারতের সীমান্তরক্ষী বাহিনী। এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিএসএফের ১১৯ নং ব্যাটেলিয়নের জওয়ানরা টানা টহল দিয়ে চলেছেন সীমান্ত এলাকায়। কিন্তু এই আবহে ফের অনুপ্রবেশকারী বাংলাদেশীদের বিরুদ্ধে অভিযোগ তুলল স্থানীয় বাসিন্দারা।

বড় বড় গর্ত খোঁড়ার অভিযোগ!

জানা গিয়েছে মালদার সুকদেবপুরে ভারত-বাংলাদেশ সীমান্ত পার করে বাংলাদেশিরা ভারতে অনুপ্রবেশ করে জমিতে বড় বড় গর্ত খুঁড়ে রেখেছে। এবং গর্ত খুঁড়ে সেই মাটি ওপার বাংলায় পাচার করা হচ্ছে বলে অভিযোগ ওঠে। কিন্তু বেশি গর্ত খোঁড়ার আগেই স্থানীয় গ্রামবাসীদের তাড়া খেয়ে সেখান থেকে পালিয়ে যায় অনুপ্রবেশকারীরা। এদিকে দুই দেশের সাধারণ নাগরিকের মধ্যে যাতে সংঘর্ষ না বেধে যায়, তার জন্যে তড়িঘড়ি সেখানে পৌঁছায় সীমান্তরক্ষী বাহিনী। পরে অবশেষে সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

এদিকে সুকদেবপুরবাসীদের অভিযোগ, ইউনুস জমানাতেই বাংলাদেশিরা ভারতীয় ভূখণ্ডে এসে লুটপাট চালাতে শুরু করেছে। আর গর্ত খোঁড়ার প্রসঙ্গ উঠতেই প্রশ্ন উঠছে ফের কি বাঙ্কার তৈরির চেষ্টা করছে ওপার বাংলার অনুপ্রবেশকারীরা। কিছুদিন আগে নদীয়ায় কৃষ্ণগঞ্জের মাজদিয়ায় সীমান্তরক্ষী বাহিনী মাটি খুঁড়ে উদ্ধার করেছিল লোহার তিনটি বাঙ্কার। যার মধ্য থেকে উদ্ধার করা হয় লক্ষ লক্ষ নিষিদ্ধ কাফ সিরাপের বোতল।

আরও পড়ুনঃ এবার নর্দমার জল শোধন করে লাগানো হবে কাজে, খড়গপুর IIT-কে গুরু দায়িত্ব কলকাতা পুরসভার

সীমান্ত রক্ষী বাহিনী সূত্র মারফৎ জানা গিয়েছে যে একটি বাগানের মধ্যে লোহার কয়েকটি বাঙ্কার পুঁতে রাখা রয়েছে। আর সেই খবর তাঁদের কাছে আসা মাত্রই ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় অভিযান চালায় সীমান্ত রুক্ষী বাহিনী। তখনই উদ্ধার হয় এই বাঙ্কারগুলো।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group