গাড়ি হোক আর বাইক! প্রেস, আর্মি লেখা স্টিকার লাগালেই মোটা চালান! নয়া নিয়ম পুলিশের

Published on:

bankura police

শ্বেতা মিত্র, কলকাতা: এবার ব্যক্তিগত যানবাহনে স্টিকার লাগালেই জরিমানা করা হবে। পুলিশ, প্রেস, আর্মি, ডাক্তার, উকিল যাই লেখা থাকুক না কেন, এবার থেকে জরিমানা করা হবে উক্ত ব্যক্তিকে। এ বিষয়ে ইতিমধ্যেই জায়গায় নির্দেশিকা পাঠানো হয়েছে পুলিশের তরফে বলে খবর। পুলিশের দাবি অনেকেই আছেন যারা পার্কিং ফি কিংবা রাস্তায় পুলিশ চেকিং এর সময় ঝামেলা এড়াতে বিভিন্ন রকম স্টিকার লাগিয়ে ঘুরে বেড়াচ্ছেন তবে আগামী দিন থেকে এই কাজ করলে চলবে না। নির্দেশিকা জারি করার পরেও যদি কেউ নিজের গাড়িতে পেশা সম্পর্কিত স্টিকার লাগায় তাহলে সঙ্গে সঙ্গে তাকে জরিমানা করা হবে বলে খবর।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

যানবাহনে স্টিকার লাগালেই হবে জরিমানা

আসলে যানবাহনগুলিতে যথেচ্ছভাবে স্টিকার লাগানোর বিষয়ে কড়া পদক্ষেপ নিয়েছে বাঁকুড়া পুলিশ। বলা হচ্ছে, শহরে বাইক আরোহীদের মধ্যে স্টিকার লাগানোর প্রবণতা বেড়েই গিয়েছে। এমনিতে যারা সংবাদমাধ্যমের কর্মী হন তাঁদের বাইকে বা গাড়িতে দীর্ঘদিন ধরে ‘Press’ লেখা স্টিকার দেখা যেত। কিন্তু পুলিশর যাদের ফেসবুক বা ইউটিউবে পেজ আছে তাঁরাও এখন নিজেদের ব্যক্তিগত যানবাহনে প্রেস লেখা স্টিকার বয়ে বেরাচ্ছেন। আর এই বিষয়টি দীর্ঘদিন ধরে ট্র্যাফিক পুলিশের নজরে এসেছে। পুলিশ বলছে এটা বেআইনি।

ফলে আগামী দিন থেকে কেউ যদি নিজের গাড়িতে এই স্টিকার লাগায় তাহলে তাকে সঙ্গে সঙ্গে জরিমানা করা হবে বলে জানিয়েছেন বাঁকুড়ার পুলিশ সুপার বৈভব তেওয়ারি। শুধু প্রেসের লোক নয়, দমকল, ডাক্তার, পুলিশ, সেনা, শিক্ষক সহ অন্যান্য পেশার সঙ্গে যুক্ত লোকেদের বিরুদ্ধেও সমান ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

কড়া পুলিশ সুপার

এখন নিশ্চয়ই ভাবছেন যে পুলিশ আচমকা কেন এরকম কাজ করবে? আসলে সম্প্রতি ওন্দা ও বেলিয়াতোড় থানা এলাকায় চার চাকা গাড়িতে মানবাধিকার সংগঠনের বর্ষা লাগিয়ে অপরাধ হয়েছে। আর এই ঘটনায় পুলিশ যথেষ্ঠ রকমে উদ্বিগ্ন। ফলে পুলিশ এই তৎপরতা শুরু করেছে বলে খবর।

আরও পড়ুনঃ তৈরি সূচি, বুকিংও শুরু! দোলের পরই কলকাতা থেকে বিমানে সরাসরি যাওয়া যাবে সিকিম

পুলিশ সুপার বলছেন, ‘গাড়িগুলিতে এভাবে স্টিকার লাগানো এক কথায় বেআইনি। প্রেস সহ কোনো পেশার ব্যক্তিই গাড়িতে স্টিকার লাগাতে পারেন না। অফিসের গাড়ির ক্ষেত্রে ছাড় রয়েছে। যাইহোক, নিয়মভঙ্গকারীদের বিরুদ্ধে আমরা অভিযান শুরু করেছি। জেলার প্রতিটি থানা এবং ট্র্যাফিক ফাঁড়িগুলিতে এ ব্যাপারে ইতিমধ্যেই নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে।’

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group