মার্চের শেষে রেকর্ড ১৯,৫০০ কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার আশা, রাজ্যের শ্রীবৃদ্ধি করছে বিয়ার

Published on:

Beer Sales

প্রীতি পোদ্দার, কলকাতা: বরাবরই দেশের অর্থনৈতিক শ্রীবৃদ্ধিতে বড় ভূমিকা নিয়ে আসছে আবগারি শিল্প। আর এই আবগারি শিল্পের মধ্যে বিয়ার (Beer Sales) এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পৃথিবীর প্রায় প্রতিটা মহাদেশেই এর সমাদর রয়েছে। সম্প্রতি জানা গিয়েছে, ভারতে বিয়ারের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। আর এই আবহেই চলতি মাসে বিয়ার বিক্রি করে রাজ্য সরকারের কোষাগার বেশ ফুলে ফেঁপে উঠেছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

মার্চেই ব্যাপক বিক্রি বিয়ারের

এমনিতেও যেহেতু বিয়ারে অ্যালকোহলের মাত্রা অনেকটাই কম থাকে, তাই নানা উৎসব-অনুষ্ঠানে কম অ্যালকোহল পানীয় হিসেবে বিয়ারের চলটাই বেশি থাকে। বিশেষ করে গরমের দিনে। বরফ দেওয়া ঠান্ডা বিয়ারে চুমুক দিয়ে অনেকে বেশ স্বস্তির নিঃশ্বাস ফেলেন। তাইতো বিক্রি বাট্টাও বেশ দারুণ হয়। সম্প্রতি শুল্ক বিভাগের তরফ থেকে এই প্রসঙ্গে একটি সমীক্ষা প্রকাশ্যে এসেছে। যেখানে জানা গিয়েছে, গত মাসে ফেব্রুয়ারি পর্যন্ত ২১.৫ লক্ষ বিয়ার বিক্রি হয়েছে। আর চলতি মাসের হিসাব দেখলেই চোখ হয়ে যাবে ছানাবড়া। জানা গিয়েছে মার্চ মাসে বিয়ার বিক্রির সংখ্যা ছাড়িয়েছে ২৭ লক্ষ।

এই বিষয়ে নাম প্রকাশ্যে অনিচ্ছুক একজন ঊর্ধ্বতন আবগারি কর্মকর্তা জানিয়েছেন যে, গত মাসে অর্থাৎ ফেব্রুয়ারি পর্যন্ত সরকার আবগারি শুল্ক থেকে মদ বা সুরা বিক্রি করে ১৭,৫৮৫ কোটি টাকা আয় করেছে। কিন্তু সেই সংখ্যাটা চলতি মাসে অনেকটাই বেড়ে গিয়েছে। বিশেষ করে দোল উৎসবের সময়। আসলে চলতি মাসে গরমের পরিমাণ এতটাই বেশি ছিল যে বিয়ারের বিক্রির পরিমাণ বেড়ে গিয়েছিল। যার দরুন চলতি মাসে মোট আয়ের পরিমাণ ১৯,৬০০ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।” পুরোনো হিসেবের রেকর্ড দেখলে জানা যাবে ২০২২-২০২৩ অর্থবছরে, সরকার ১৬,২৬৬ কোটি টাকা আবগারি শুল্ক আয় করেছিল, যেখানে ২০২৩-২০২৪ সালে এই সংখ্যা ছিল ১৮,০০০ কোটি টাকারও বেশি।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুনঃ বৃষ্টি অতীত এবার গরমে পুড়বে দক্ষিণবঙ্গ! পশ্চিমে হবে আরও হাল খারাপ, আগামীকালের আবহাওয়া

কর্মসংস্থানও বেড়েছে অনেক

অর্থাৎ প্রতি অর্থ বছরে আবগারি শুল্কের থেকে ব্যাপক টাকা আয়ের সম্ভাবনা বাড়ছে। যা রাজ্য সরকারের কাছে বেশ আনন্দের খবর। তার কারণ আবগারি শুল্ক, স্ট্যাম্প শুল্ক এবং গণপরিবহন রাজ্যের রাজস্বের প্রধান উৎস। এছাড়াও কর্মসংস্থানের দিক থেকে বিয়ারের ভূমিকা বেশ উল্লেখযোগ্য। সমীক্ষকরা জানিয়েছেন, বর্তমানে প্রায় ১৩ লক্ষ কর্মসংস্থান তৈরি করেছে ভারতের বিয়ার শিল্প। এর মধ্যে বিয়ার প্রস্তুতকারী সংস্থাগুলিতে কাজ করেন ৫.৪ লক্ষ জন। এবং ৭.৮ লক্ষ জন জড়িয়ে আছেন অ্যালকোহল-যুক্ত পানীয়টির কাঁচামাল প্রস্তুতকারক হিসেবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group