প্রীতি পোদ্দার, কলকাতা: ‘সিটি অফ জয়’ কলকাতার এক বড় ঐতিহ্য হল ট্রাম পরিষেবা (Trams in Kolkata)। প্রায় ১৫০ বছর পুরনো এই ট্রামের ইতিহাস। শহরের বুকে কান পাতলেই মাঝে মধ্যেই শোনা যায় ট্রামের চাকার এই চেনা শব্দ। কিন্তু যুগের সঙ্গে তাল মিলিয়ে এবং সময়ের সঙ্গে সঙ্গে পরিষেবার বেশ আমূল পরিবর্তন হয়েছে। কমেছে ট্রাম পরিষেবা। বর্তমানে কলকাতার বুকে ২ টি রুটে চলত ট্রাম। একটি রুট ছিল বালিগঞ্জ -ধর্মতলা, এবং অন্যটি ছিল শ্যামবাজার – ধর্মতলা। কিন্তু কয়েক মাস আগে সেই রুটেও ট্রাম না চালানোর সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পরিবহণ দফতর। এবার সেই বিষয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে উঠল বড় অভিযোগ।
ট্রাম পরিষেবা সচল রাখতে হাইকোর্টে মামলা
আসলে বাঙালির আবেগ এবং ভালোবাসা ট্রামকে এইভাবে বন্ধ হয়ে যেতে দেখতে মন সায় দিচ্ছিল অনেকের। তাই শহরের রাস্তায় ট্রাম ফিরিয়ে আনার দাবিতে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল একটি নাগরিক সংগঠন। তাই সেই মামলার ভিত্তিতে উচ্চ আদালত পুলিশ, পরিবহণ বিশেষজ্ঞ, কলকাতা পুরসভা, রাজ্য পরিবহণ নিগম-সহ বিভিন্ন পক্ষের প্রতিনিধিদের নিয়ে একটি কমিটি গড়ে দিয়েছিল। তাঁদের দায়িত্ব ছিল কী ভাবে বিভিন্ন জটিলতা কাটিয়ে ট্রাম চালানোর ব্যবস্থা করা যায়। কিন্তু এদিকে রাজ্য সরকার জানিয়ে দেয় যে, তারা শহরে ট্রাম চালাতে বিশেষ আগ্রহী নয়। তাতেই ক্ষুব্ধ মামলাকারীরা।
কমিটির সুপারিশকে উপেক্ষা রাজ্য সরকারের
মামলাকারী সংগঠনটির অভিযোগ, ট্রাম বন্ধের এই সিদ্ধান্ত রাজ্য সরকারের নেওয়া একদমই ঠিক হয়নি। এমনকি রাজ্য সরকার আদালতের গড়ে দেওয়া কমিটির সুপারিশও উপেক্ষা করেছে যেটা অনৈতিক। এমনকি, ট্রাম যাতে না চলতে পারে, তার জন্য কালীঘাট, ভবানীপুর, জাজেস কোর্ট এবং খিদিরপুরে ট্রামলাইন ঢেকে দেওয়া হয়েছে পিচ দিয়ে। সেক্ষেত্রে রাজ্য পরিবহণ নিগম কর্তৃপক্ষের অবশ্য যুক্তি, ট্রাম চলাচল করছে না এমন রুটে দুর্ঘটনা এড়াতেই পুলিশ এবং পুরসভার সঙ্গে কথা বলে ট্রামলাইন পিচ দিয়ে ঢেকে দেওয়া হয়েছে।
এদিকে গত আগস্ট মাসে রাসবিহারী মোড় সংলগ্ন অংশে ট্রামের পথে জলের পাইপলাইন মেরামতির কথা বলে টানা ২০ দিন ট্রাম পরিষেবা বন্ধ রাখা হয়েছিল। সেই সময় তিনটি ট্রামকে বালিগঞ্জ স্টেশন সংলগ্ন জায়গায় ফেলে রাখা হয়। অথচ, পাইপলাইন মেরামতির কাজ শেষ হয়ে গেলেও পুজোর সময়ে ওই পথে ট্রামের পরিষেবা শুরু করা হয়নি। যা নিয়ে বেশ ক্ষুব্ধ কলকাতা ট্রাম ইউজার্স অ্যাসোসিয়েশন। তবে এই পরিস্থিতিতে পরিবহণ দফতরের আধিকারিকেরা জানাচ্ছেন, পরিস্থিতি অনুকূল থাকলে ফের শহরের বুকে ট্রাম চালানো নিয়ে কোনো আপত্তি নেই।