শ্বেতা মিত্র, কলকাতাঃ মেট্রো যাত্রীদের জন্য রইল অত্যন্ত জরুরি খবর। আবারও একবার কলকাতা মেট্রোর (Kolkata Metro) তরফে এমন এক সিদ্ধান্ত নেওয়া হল যার দরুণ চমকে গিয়েছেন সকলে। বিশেষ করে যারা মেট্রোতে যাতায়াত করেন। জানা গিয়েছে, কলকাতা মেট্রোর তরফে আবারো একটি মেট্রো স্টেশনে নো বুকিং কাউন্টার হিসেবে ব্যবহার করার ঘোষণা করা হয়েছে। এখন নিশ্চয়ই ভাবছেন কোন স্টেশনে এই ব্যবস্থা শুরু করতে চলেছে কলকাতা মেট্রো? তাহলে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।
বড় সিদ্ধান্ত কলকাতা মেট্রোর
কলকাতা মেট্রো রেলওয়ে গ্রিন লাইনের (সল্টলেক সেক্টর ফাইভ-শিয়ালদহ অংশ) বেঙ্গল কেমিক্যাল মেট্রো স্টেশনকে ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার থেকে ‘নো বুকিং কাউন্টার স্টেশনে’ পরিণত করার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ টোকেন, নতুন স্মার্ট কার্ড দেওয়া বা স্মার্ট কার্ড রিচার্জ করার জন্য কোনও বুকিং কাউন্টার খোলা থাকবে না এবং কোনও বুকিং কর্মী উপস্থিত থাকবেন না। মেট্রো রেল কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, স্টেশনে যাত্রী সংখ্যা খুব কম থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে বেঙ্গল কেমিক্যাল মেট্রো স্টেশন দিয়ে ভ্রমণকারী যাত্রীদের অটোমেটিক স্মার্ট কার্ড রিচার্জ মেশিন (এএসসিআরএম) থেকে টোকেন, স্মার্ট কার্ড এবং কাগজ কিউআর কোড ভিত্তিক টিকিট কিনতে হবে বা তাদের স্মার্টফোনের সঙ্গে মেট্রো রাইড কলকাতা অ্যাপ ব্যবহার করতে হবে ভোলে খবর। তারা ASCRM ব্যবহার করে আপনার স্মার্ট কার্ডগুলি রিচার্জ করতে পারবেন।
চমকে গেলেন যাত্রীরা
স্বাভাবিকভাবেই কলকাতা মেট্রোর এহেন সিদ্ধান্তের জেরে আকাশ থেকে পড়েছেন অনেকে। স্টেশনে ইতিমধ্যেই এএসসিআরএম বসানো হয়েছে এবং যাত্রীরা এই মেশিনগুলিতে ইউপিআই পেমেন্ট-ভিত্তিক টিকিটিং সিস্টেমও বেছে নিতে পারবেন।
উল্লেখ্য, এর আগে, মেট্রোরেল পার্পল লাইনের অর্থাৎ জোকা-মাঝেরহাট অংশের ঠাকুরপুকুর, সাখেরবাজার, বেহালা চৌরাস্তা, বেহালা বাজার এবং তারাতলা মেট্রো স্টেশন এবং অরেঞ্জ লাইনের (কবি সুভাষ-হেমন্ত মুখোপাধ্যায়) কবি সুকান্ত স্টেশনে ‘নো বুকিং কাউন্টার স্টেশন’ চালু করেছে।