শ্বেতা মিত্র, কলকাতাঃ ডিএ-র (Dearness Allowance) দাবিতে এখনও আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকারের কর্মীদের একাংশ। ইতিমধ্যে ১৩ বার পিছিয়েছে মামলার শুনানি। মামলা উঠেছে সুপ্রিম কোর্টে। তারিখের পর তারিখ পেরিয়েছে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া বাকি। জানুয়ারি মাসে আদালতে শুনানি হয় কি না এখন সেটাই দেখার বিষয়।
সুপ্রিম কোর্টে DA মামলার শুনানি | DA Case In Supreme Court |
DA সংক্রান্ত যে মামলাটির কথা বলা হচ্ছে সেটা পঞ্চম বেতন কমিশন সংক্রান্ত। ২০১৬ সাল থেকে জারি রয়েছে এই মামলা। ২০২৫ শুরু হওয়ার মুখে। সম্প্রতি সামনে এসেছে অ্যাডভান্স লিস্ট। এরপরেই প্রশ্ন উঠছে, তাহলে কি ৭ জানুয়ারি আদালতে উঠতে চলেছে রাজ্য সরকারের ডিএ সংক্রান্ত মামলার শুনানি? সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, তালিকায় মামলাটি রয়েছে ৭০৬ নম্বর ক্রমতালিকায়।
৭ জানুয়ারি সুপ্রিম কোর্টে শুনানি যে হবেই সেটা এখনই জোর দিয়ে বলা যাচ্ছে না। কারণ মামলার ক্রম নম্বর অনেকটা নিচের দিকে রয়েছে। ডেইলি কজ লিস্ট প্রকাশিত না হওয়া পর্যন্ত আপাতত আরো অপেক্ষা করতে হবে মামলাকারী কর্মীদের। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, ডেইলি কজ লিস্ট প্রকাশ পাওয়ার পর সে ব্যাপারে চূড়ান্ত জানানো হবে।
বকেয়া কী পাবেন কর্মীরা?
সুপ্রিম কোর্টের আগে মামলাটি উঠেছিল স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল, কলকাতা হাইকোর্টে। কলকাতা উচ্চ আদালত হয়ে মামলা পৌছায় দেশের সর্বোচ্চ আদালতে। স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনালে স্বস্তি পেয়েছিল রাজ্য সরকার। এরপর জোর পেয়েছিলেন রাজ্য সরকারী কর্মীরা। স্যাটে রাজ্য সরকার জয় পেলেও বাকি ক্ষেত্রে এগিয়ে থেকেছেন রাজ্য সরকারী কর্মচারীরা।
আরো একটা বিষয়, মামলা জারি থাকাকালীন বিচারপতির অবসর প্রসঙ্গ। সুপ্রিম কোর্টে প্রথমবার এই মামলার শুনানির সময় বিচারপতির আসনে ছিলেন জাস্টিস দীনেশ মাহেশ্বরী এবং জাস্টিস ঋষিকেশ রায়। তখন ২০২২ সাল। এরপর ২০২৩, শুনানি হয়েছিল জাস্টিস দীনেশ মাহেশ্বরী এবং জাস্টিস সঞ্জয় কুমারের এজলাসে। ২৮ এপ্রিল, ২০২৩-এ হয়েছিল ডিএ মামলার শেষ শুনানি। এরপর অবসর নিয়েছেন জাস্টিস দীনেশ মাহেশ্বরী। এবার আরো একজন বিচারপতির অবসর নেওয়ার সময় আসন্ন। জাস্টিস ঋষিকেশ রায়ের অবসরগ্রহণের দিন ২০২৫ সালের ৩১ জানুয়ারি। এর মধ্যে কি হবে মামলার নিষ্পত্তি? থাকছে প্রশ্ন।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |