DA মেটাতে কোনও নোডাল অফিসার নিয়োগ হয়নি! সোশ্যাল মিডিয়ায় ছড়াল ভুয়ো খবর

Published on:

Updated on:

da news bengal

সহেলি মিত্র, কলকাতা: বাংলা সরকারি কর্মীদের ডিএ নিয়ে বিতর্ক যেন থামতেই চাইছে না। সুপ্রিম কোর্টের নির্দেশই ইতিমধ্যে রাজ্য সরকারকে বাংলার সরকারি কর্মীদের ২৫ শতাংশ বকেয়া মিটিয়ে দেওয়ার নির্দেশিকা জারি করা হয়েছে। এদিকে সেই মতো সম্প্রতি বিভিন্ন দফতর এবং সরকারি সংস্থাগুলির কাছে কর্মচারীদের সংখ্যা জানতে চেয়েছিল অর্থ দফতর। তবে এরই মাঝে প্রকাশ্যে এমন একটি রিপোর্ট সামনে এসেছে যাকে ঘিরে তৈরি হয়েছে ব্যাপক শোরগোল। অবাক হয়ে গিয়েছেন রাজ্য সরকারি কর্মীরা অবধি। আপনিও কি একজন সরকারি কর্মী? তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

বাংলার ডিএ নিয়ে ফের বিতর্ক!

ভাইরাল খবর নিয়ে রিপোর্টে দাবি করা হয়েছে, বকেয়া ডিএ-র অংশ মেটাতে এক বড় সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে একটি খবর ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হয়েছে যে বকেয়া মহার্ঘ ভাতা বিতরণের জন্য একজন নোডাল অফিসার নিয়োগ করেছে পশ্চিমবঙ্গ সরকার। শুধু তাই নয়, একটি নির্দিষ্ট তারিখের উল্লেখ করে সম্প্রতি খবর প্রকাশ করেছে কিছু পোর্টাল। সেখানে দাবি করা হয়েছে, নির্দিষ্ট তারিখে বকেয়া DA দেওয়া হবে। তারিখ ঘিরে তৈরি হয়েছে যত রকমের জল্পনা কল্পনা। প্রশ্ন হচ্ছে সত্যি কি নির্দিষ্ট তারিখে বকেয়া মিটিয়ে দেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার?

দ্রুত বকেয়া মেটাবে রাজ্য সরকার?

এই বিষয়ে সত্যিটা এসেছে সামনে যা অবাক করে রেখে দিয়েছে সকলকে। সূত্রের খবর, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট কিংবা প্রশাসনিক ট্রাইব্যুনাল (SAT) এর আগে ১০১৯ সালের ২৬ জুলাই ডিএ সংক্রান্ত যে রায় দিয়েছিল তারপর রাজ্য সরকারের তরফে নোডাল অফিসার নিয়োগের ব্যাপারে কোনরকমের সিদ্ধান্ত নেওয়া হয়নি। শুধু তাই নয় এখনও সরকার কোনও নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি বকেয়া ডিএ প্রদানের জন্য। ফলে সামাজিক মাধ্যমে যে খবরটি ভাইরাল হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করা হয়েছে।

আরও পড়ুনঃ হাওড়া লাইনে বিরাট ধরপাকড়, টিকিট ছাড়া কয়েকশ যাত্রীকে ফাইন পূর্ব রেলের! টাকা উঠল …

যদিও এও জানা যাচ্ছে রাজ্য সরকারের তরফে বকেয়া প্রদানের ব্যাপারে তৎপরতা শুরু হয়ে গিয়েছে। দফতরে দফতরে চালানো হচ্ছে সমীক্ষা। চাওয়া হচ্ছে একের পর এক রিপোর্ট। বর্তমানে যেখানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৫৫ শতাংশ হারে মহার্ঘ ভাতা আবার ডিএ পাচ্ছেন সেখানে বাংলা সরকারি কর্মীরা ১৮ শতাংশ হারে DA পাচ্ছেন। রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে বকেয়া ডিএর ২৫ শতাংশ মেটাতে হবে। ফলে এখন কিছুটা হলেও স্বস্তির হাওয়া বইছে বাংলা সরকারি কর্মীদের মধ্যে। এখন দেখার রাজ্য সরকারি কর্মীরা কবে বকেয়া হাতে পান সেদিকে।

সঙ্গে থাকুন ➥