পর্যটন শিল্পে জোয়ার, ভারতে বিদেশি পর্যটকদের তৃতীয় সেরা গন্তব্য বাংলা, প্রথম দুইয়ে …

Published:

bengal tourism
Follow

সহেলি মিত্র, কলকাতাঃ পর্যটন শিল্পে বাংলার মুকুটে নয়া পালক জুড়ল। ভারতের মধ্যে অন্যতম জনপ্রিয় পর্যটনস্থল হিসেবে তকমা কেড়ে নিল বাংলা (Bengal Tourism)। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। আর এই বিষয়ে আরও কিছু তথ্য দিয়েছেন রাজ্যের পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেন। বৃহস্পতিবার বিধানসভায় পশ্চিমবঙ্গের পর্যটনমন্ত্রী বলেন, ২০২৩-২৪ অর্থ বছরে ৩২ লক্ষ বিদেশী পর্যটক বাংলায় এসেছেন। মহারাষ্ট্র ও গুজরাটের পরে দেশের মধ্যে তৃতীয় সর্বোচ্চ পর্যটক এসেছে বাংলায়।

পর্যটকের সংখ্যা বাড়ছে বাংলায়

মন্ত্রীর তুলে ধরা পরিসংখ্যান অনুযায়ী, ২০২২-২৩ সালে ২৭.১ লক্ষ এবং ২০২১-২২ সালে মাত্র ১০.৪ লক্ষ পর্যটক বাংলায় পা রেখেছিলেন। তবে কোভিড পরবর্তী সময়ে এই সংখ্যা আরও হু হু করে বাড়ছে। সেইসঙ্গে ভারতের অন্যান্য রাজ্যের মধ্যে রাজ্যটিতে সর্বাধিক সংখ্যক সার্টিফাইড ট্যুরিস্ট গাইড রয়েছে। মন্ত্রী বলেন, পর্যটন বিভাগ রাজ্যে ট্যুরিস্ট গাইড সার্টিফিকেশন স্কিম চালু করার পর থেকে এখন পর্যন্ত ১,০২২ জন ট্যুরিস্ট গাইড সার্টিফিকেট পেয়েছেন ।

ইন্দ্রনীল সেন বলেন, দেশের সকল রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গে সর্বাধিক সংখ্যক সার্টিফাইড ট্যুরিস্ট গাইড রয়েছে। এক দশক আগে মাওবাদী কার্যকলাপে ক্ষতিগ্রস্ত পুরুলিয়ায় পর্যটকদের আগমন বাড়ানোর জন্য পর্যটন বিভাগ বেশ কয়েকটি উদ্যোগ নিয়েছে। পশ্চিমাঞ্চলীয় এই জেলার সবুজ বন এবং পাহাড়ে এখন বিপুল সংখ্যক পর্যটক ভ্রমণ করছেন।

বাংলাদেশ থেকে বেশি পর্যটক আসছেন?

সম্প্রতি একটি রিপোর্ট সামনে এসেছিল যে বাংলায় বেশি বাংলাদেশ থেকে পর্যটক আসছেন। যদিও সেই দাবিকে নস্যাৎ করে মন্ত্রী বিধানসভায় জানান, “৩২ লক্ষ বিদেশী পর্যটকের মধ্যে মাত্র ১.৮ লক্ষ বাংলাদেশ থেকে এসেছিলেন। ২৭ লক্ষেরও বেশি ইউরোপ, রাশিয়া এবং অস্ট্রেলিয়া থেকে এসেছিলেন।” ২০২৩ সালে, মহালয়া থেকে দীপাবলি পর্যন্ত উৎসবের সময়কালে, কলকাতা শহরে ৫ লক্ষেরও বেশি বিদেশী দর্শনার্থী এসেছিলেন।

আরও পড়ুনঃ রবি থেকে ফের দুর্যোগ, বিকেলে দক্ষিণবঙ্গের ৫ জেলায় ঝড়, বৃষ্টির খেলা! আবহাওয়ার খবর

ট্র্যাভেল এজেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়ার জাতীয় কমিটির সদস্য অনিল পাঞ্জাবি বলেন, “আমরা ইতিমধ্যেই কানাডা, স্পেন, ইউরোপ এবং যুক্তরাজ্য থেকে পূজার বুকিং পাচ্ছি। উৎসবের আকর্ষণ, প্রদর্শনীতে কারুশিল্প এবং বাংলার অর্থের মূল্যের কারণ এই সময়ে এটিকে একটি অপ্রতিরোধ্য গন্তব্য করে তোলে।”

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join