তমলুকে নয়া রেল স্টেশন, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের উদ্যোগে খুশির হাওয়া এলাকায়

Published on:

abhijit gangopadhyay

শ্বেতা মিত্র, তমলুকঃ নতুন রেল স্টেশন পেতে চলেছেন তমলুকবাসী। দীর্ঘ দিনের টালবাহানার পর অবশেষে জট কেটেছে বলে মনে করা হচ্ছে। তমলুকের বর্তমান সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের উদ্যোগে তৈরি হতে চলেছে নতুন রেল স্টেশন। তমলুকের রাজগোদা ও পাঁশকুড়ার রঘুনাথবাড়ি রেল স্টেশনের মাঝামাঝি এলাকা নীলকুন্ঠায় নতুন রেল স্টেশন নির্মাণ করার ব্যাপারে সবুজ সংকেত দিয়েছে রেল।

বাংলায় তৈরী হবে নতুন রেলস্টেশন

রাজগোদা ও রঘুনাথবাড়ির মাঝে স্টেশন তৈরি করার ব্যাপারে স্থানীয় বাসিন্দারা দীর্ঘ দিনে দাবি জানিয়ে আসছেন। ২০১৪ সালে নীলকুন্ঠায় স্টেশন তৈরি করার ব্যাপারে রেল দফতর সম্মতি জানিয়েছিল বলে খবর। স্থানীয় বাসিন্দারা আশা করেছিলেন তাঁদের দাবি অবশেষে পূর্ণ হতে চলেছে। কিন্তু প্রায় ১০ বছর কেটে গিয়েছে, এখনও কোনও কাজ এগোয়নি। টালবাহানার কারণেই কাজ শুরু হয়নি বলে অভিযোগ।

জায়গায় পরিদর্শন করলেন তমলুকের সাংসদ

নীলকুন্ঠায় স্টেশন তৈরি করার জন্য বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দ্বারস্থ হয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। বাসিন্দাদের সঙ্গে কথা বলার পর বিষয়টি রেল দফতরের কাছে তুলে ধরেন। জানা গিয়েছে, চলতি বছরের আগস্ট মাসে তিনি রেল দফতরকে এ বিষয়ে চিঠি দিয়েছিলেন। চিঠি পাওয়ার পর উত্তর দিতে দেরি করেনি দফতর। রেল বোর্ডের কাছ থেকে চলে আসে অনুমোদন।

দক্ষিণ পূর্ব রেলের ম্যানেজার অনীল কুমার মিশ্র সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়ে সাংসদকে চিঠি দিয়ে জানান, নীলকুন্ঠায় প্যাসেঞ্জার হল্ট স্টেশন তৈরি করার জন্য রেল বোর্ড সম্মতি দিয়েছে। এই নতুন রেল স্টেশন তৈরি করার জন্য আনুমানিক ৬ কোটি ৫ লক্ষ ১০৫ টাকা খরচ করা হবে বলে মনে করা হচ্ছে। রেলের কাছ থেকে চিঠি পাওয়ার পর রবিবার তমলুকের সাংসদ এলাকা এলাকা পরিদর্শন করার জন্য বেরিয়েছিলেন। কথা বলেছেন স্থানীয় বাসিন্দারের সঙ্গে। রেল বোর্ড নতুন স্টেশন তৈরি করার জন্য সম্মতি এবং আর্থিক অনুমোদন পাওয়ার বিষয়টি বড় প্রাপ্তি বলে মনে করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিষয়টি প্রকাশ্যে আসার পর স্থানীয় বাসিন্দারের মধ্যেও নতুন করে আশার আলো সঞ্চার হয়েছে।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন
গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥