স্বয়ংক্রিয় দরজা, উন্নত কোচ! বাংলায় চলে এল প্রথম AC লোকাল, কোন রুটে চলবে?

Published:

bengal first ac local train
Follow

সহেলি মিত্র, কলকাতাঃ সকল অপেক্ষার অবসান ঘটিয়ে বাংলার বুকে পা রাখল প্রথম এসি লোকাল (AC Local) ট্রেন। এমনিতে লোকাল ট্রেনকে সাধারণ মানুষের লাইফলাইন বলা হয়ে থাকে। বাংলায় প্রতিদিন কয়েক লক্ষ মানুষ লোকাল, দূরপাল্লার ট্রেনে করে যাতায়াত করেন। কিন্তু বাংলায় বিশেষ করে হাওড়া-শিয়ালদা ডিভিশনে একটা জিনিসের দাবি বারবার উঠছিল। আর সেটা হল এসি লোকাল ট্রেনের। এবার মনে হচ্ছে সকলের সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে।

বাংলার প্রথম AC Local ট্রেন

ইতিমধ্যে মুম্বাই থেকে শুরু করে কর্ণাটকের মতো জায়গায় এসি লোকাল ট্রেন পরিষেবা শুরু হয়েছে। সাধারণ মানুষের মধ্যে এই ট্রেনের জনপ্রিয়তাও হু হু করে বাড়ছে। তবে এই ট্রেনের ভাড়া অন্যান্য লোকাল ট্রেনের ভাড়া থেকে অনেকটাই বেশি। যাইহোক, এবার বাংলার মানুষেরও সেই সুপ্ত ইচ্ছা খুব শীঘ্রই পূরণ হতে চলেছে বলে খবর। এর কারণ চেন্নাই থেকে বাংলায় এসে পৌঁছেছে এসি লোকাল ট্রেনের রেক।

কোন রুটে চলবে?

রেল সূত্রে খবর, চেন্নাই এর ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে এই এসি ট্রেনগুলি তৈরি হয়েছে। যাইহোক, এখন সবথেকে বড় প্রশ্ন হল, বাংলার প্রথম এসি লোকাল ট্রেন কোন রুটে ছুটবে? শিয়ালদা নাকি হাওড়া ডিভিশন, কোন রুটের যাত্রীদের কপাল আগে খুলবে সেই নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন।

আরও পড়ুনঃ ৩০ সেপ্টেম্বর ডেডলাইন, ১০০ ও ২০০ টাকার নোট নিয়ে বিরাট সিদ্ধান্ত RBI-র

সূত্রের খবর, পূর্ব রেলওয়ের শিয়ালদহ মণ্ডলের হাত ধরেই শুভ সূচনা হবে এই এসি-লোকাল ট্রেনে। যাইহোক, প্রাথমিকভাবে জানা যাচ্ছে, শিয়ালদহ ডিভিশনে এই ট্রেনগুলি চলবে এবং প্রাথমিকভাবে শিয়ালদহ-রানাঘাট রুটে এই পরিষেবা শুরু হবে। এটি পূর্ব ভারতের প্রথম এসি লোকাল ট্রেন হতে চলেছে। ইতিমধ্যে ট্রেনের কিছু ঝলক সামনে এসেছে। এই ট্রেনগুলি অনেকটা মেট্রোর মতো দেখতে এবং দরজাও শুধুমাত্র স্টেশনে এসে থামলেই খুলবে। ১২টি কোচ থাকবে। প্রতিটি কোচে প্রায় ১১১৬ জন যাত্রী বসতে পারবেন। এসি লোকাল ট্রেন চালু হলে, এটি কলকাতা শহরতলির যাত্রীদের জন্য একটি স্বস্তিদায়ক ভ্রমণ ব্যবস্থা হবে সেটা বলাই বাহুল্য। সবথেকে বড় কথা, ভ্যাপসা গরম থেকে বাঁচতে এই ট্রেনের জুড়ি মেলা ভার হবে। যাইহোক, এখন কোন রুটে চলবে তা জানানো হয়নি, শিয়ালদা ডিভিশন না হাওড়া ডিভিশন পাচ্ছে তার অপেক্ষায় সবাই।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join