স্বাধীনতা দিবসের আগেই বাংলায় ছুটবে প্রথম এসি লোকাল ট্রেন, দিনক্ষণ চূড়ান্ত করল পূর্ব রেল

Published on:

ac local train

সহেলি মিত্র, কলকাতা: সকলের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বাংলায় চালু হতে চলেছে প্রথম এসি লোকাল (AC Local Train) ট্রেন। এতদিন শুধু জানা যাচ্ছিল যে বাংলায় প্রথম এসি ট্রেন চলবে তবে এবার জানা গেল কবে থেকে চলবে এটি। আপনি ওকে ট্রেনে উঠতে ভালবাসেন? এসি লোকাল ট্রেনে ওঠার জন্য মুখিয়ে রয়েছেন তাহলে আপনার জন্য রইল আজকের এই প্রতিবেদনটি।

কবে থেকে চলবে এসি লোকাল ট্রেন?

জানা যাচ্ছে, সবকিছু ঠিকঠাক থাকলে আগস্ট মাস থেকেই বাংলায় ছুটতে শুরু করবে প্রথম এসি লোকাল ট্রেন। ১০ আগস্ট উদ্বোধন করা হতে পারে শিয়ালদা ডিভিশনের প্রথম এসি লোকাল ট্রেন। আর এই উদ্বোধনী অনুষ্ঠানে থাকতে পারেন দুই কেন্দ্রীয় মন্ত্রী। TV9  বাংলার রিপোর্ট অনুযায়ী, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এবং কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর এই এসি লোকাল ট্রেনকে সবুজ পতাকা দেখাতে পারেন।

কোন রুটে ছুটবে এই ট্রেন?

সবার মনে এখন একটাই প্রশ্ন ঠিক কোন রুটে বাংলার প্রথম এসি লোকাল ট্রেন ছুটবে? সূত্রের খবর, শিয়ালদা থেকে রাণাঘাট রুটে ছুটবে এই লোকাল ট্রেনটি। এই লোকাল ট্রেনটি ১২ কোচের হবে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই পূর্ব রেলওয়ের শিয়ালদহ ডিভিশন তাদের প্রথম এসি ইলেকট্রিক মাল্টিপল ইউনিট (EMU) রেক পেয়েছে। চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি (ICF) তে তৈরি ১২ কোচের সাদা-নীল রেকটি এসে হাজির হয়েছে বাংলায়।

আরও পড়ুনঃ বিশ্বে প্রথম! কর্ণাটকের মহিলার শরীরে মিলল অজানা রক্তের গ্রুপ, হতবাক চিকিৎসকরা

এর মাধ্যমে, পূর্ব রেলওয়ে দেশের ক্রমবর্ধমান এসি লোকাল নেটওয়ার্কে যোগদানকারী সর্বশেষ রেলওয়ে হয়ে উঠবে। ইতিমধ্যেই পশ্চিম, মধ্য এবং দক্ষিণ রেলওয়ের তরফে এসি লোকাল ট্রেন চালানো হচ্ছে। এটি কেবল বাংলার নয়, পূর্ব ভারতেরও প্রথম এসি শহরতলির ট্রেন পরিষেবা হবে।

ভাড়া ও রুট

এই পরিষেবাটি ব্যস্ত শিয়ালদহ-রানাঘাট রুটে চালানোর পরিকল্পনা করা হয়েছে। ভাড়াগুলি অ্যাক্সেসযোগ্য রাখার জন্য গঠন করা হয়েছে, যদিও বিদ্যমান নন-এসি শহরতলির ট্রেনগুলির তুলনায় স্বাভাবিকভাবেই বেশি। পূর্ব রেলওয়ে অনুসারে, ১০ কিলোমিটার পর্যন্ত দূরত্বের জন্য মূল ভাড়া হবে ২৯ টাকা এবং ১১-১৫ কিলোমিটার ভ্রমণের জন্য ৩৭ টাকা। দুটি স্ল্যাবের জন্য মাসিক সিজন টিকিটের (এমএসটি) হার যথাক্রমে ৫৯০ টাকা এবং ৭৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥