শিয়ালদা থেকে কৃষ্ণনগর অবধি চলবে বাংলার প্রথম AC লোকাল, জানা গেল কত হবে ভাড়া?

Published on:

er ac local

শ্বেতা মিত্র, কলকাতা: রেলকে ভারতের লাইফলাইন বলা হয়। এর কারণ হল রেলের বিস্তৃতি। সেইসঙ্গে সাধারণ মানুষের মধ্যে এর জনপ্রিয়তা। প্রতিদিন গড়ে কয়েক লক্ষ মানুষ এই ট্রেনে করে দেশের এক কোণ থেকে আরেক কোণায় ছুটে চলেছেন। দেশের অন্যান্য রাজ্যের পাশাপাশি বাংলাতেও বহু সংখ্যক মানুষ প্রতিদিন এই ট্রেনে করে নিজেদের গন্তব্যে ছুটে চলেছেন। তবে গরমকাল আসছে। আর এই সময়ে ট্রেনে, বাসে ভ্রমণ করা কতটা কষ্টের সেটা শুধুমাত্র তাঁরাই বোঝেন যারা যাত্রা করেন। তবে এসবের মাঝেই এখন জানা যাচ্ছে, বাংলা প্রথমবারের মতো নাকি এসি লোকাল ট্রেন পেতে চলেছে। শুনে চমকে গেলেন তো? কিন্তু এমন জল্পনাই শুরু হয়েছে।

বাংলায় ছুটবে এসি লোকাল ট্রেন?

বিগত বেশ কিছুটা সময় ধরে মুম্বাইতে এসি লোকাল ট্রেন যাতায়াত করছে। তবে পূর্ব রেল সূত্রে খবর, এখন নাকি বাংলাতেও এসি লোকাল ট্রেন ছুটবে। যদিও এখনও পর্যন্ত রেলের তরফে এই বিষয়ে সরকারি ভাবে কিছু জানানো হয়নি। এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে একেবারে নীল-সাদা রঙের নতুন একটি রেক। সেটির গায়ে লেখা ER অর্থাৎ Eastern Railway ও ICF।

কোন রুটে ছুটবে বাংলার প্রথম এসি লোকাল?

বেশ কিছু সময় ধরে জানা যাচ্ছিলো যে হাওড়া কিংবা শিয়ালদা রুটে এই লোকাল আসতে পারে। আবার কিছু রিপোর্টে এও দাবি করা হয়েছে যে নাকি শিয়ালদহে এসি লোকাল ট্রেন তৈরির পরিকাঠামো তৈরি হচ্ছে। যদি অনুমোদন পাওয়া যায়, তবে এটি জীবিকা নির্বাহের জন্য লোকাল ট্রেনের উপর ব্যাপকভাবে নির্ভরশীল নিত্যযাত্রীদের জন্য আশীর্বাদ হিসাবে আসতে পারে। পূর্ব রেলের প্রাক্তন জেনারেল ম্যানেজার অরুণ অরোরা জানিয়েছিলেন, “আমরা এখানে একটি এসি লোকাল ট্রেনের জন্য অনুরোধ করেছি।”

এদিকে বিজেপির সাংসদ জগন্নাথ সরকার দাবি করেছেন, শিয়ালদা-কৃষ্ণনগর (Sealdah Krishnanagar AC Local) ভায়া শান্তিপুর এসি লোকাল ট্রেন চলবে। এমনকি এর ভাড়াও প্রকাশ করা হয়েছে।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

এসি লোকালের ভাড়া কত?

এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন যে বাংলার প্রথম এসি লোকালের ভাড়া কত হতে পারে? এই বিষয়ে রাজ্য বিজেপি সহ সভাপতি জানিয়েছেন, শিয়ালদা-কৃষ্ণনগর দৈনন্দিন যাতায়াত ভাড়া ২৮০ টাকা। অর্থাৎ মাসিক যাতায়াত ভাড়া ২৮১৫ টাকা। যদিও এ বিষয়ে পূর্ব রেলের তরফে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥