তিন মাসের শস্য মজুদ করার ভান্ডার নেই! নবান্নের নির্দেশের পর কেন্দ্রকে চিঠি রেশন ডিলারদের

Published on:

ration system

সহেলি মিত্র, কলকাতা: রেশন ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখতে একের পর এক কড়া পদক্ষেপ নিচ্ছে কেন্দ্রীয় সরকার। যাতে করে সত্যিকারের অভাবী মানুষ রেশন পায় সেটা নিশ্চিত করতে সকল রাজ্যকে নির্দেশ দিয়েছে সরকার। তবে এরই মাঝে এবার বাংলার রেশন ডিলাররা গুরুতর সমস্যার কথা তুলে ধরে কেন্দ্রকে চিঠি দিলেন। আর এই চিঠি পাঠানো হয়েছে কেন্দ্রীয় খাদ‌্যমন্ত্রী প্রহ্লাদ যোশীকে। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি দিলেন রেশন ডিলাররা

তিন মাসের খাদ্যশস্য একসাথে রাখার মতো কোনও সংরক্ষণের ব্যবস্থা নেই। রেশন ডিলাররা কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী প্রহ্লাদ জোশীকে একটি চিঠি লিখে এই বিষয়ে অবহিত করেছেন। সেইসঙ্গে রেশন ডিলাররা রাজ্য সরকারের কাছে আবেদন করেছেন যে প্রয়োজনে তাদের সংরক্ষণের জন্য ভাড়া থাকার ব্যবস্থা করা হোক।

সম্প্রতি, খারাপ আবহাওয়ার কথা উল্লেখ করে, কেন্দ্রীয় সরকার রেশন ডিলারদের প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনার আওতায় ছয় মাসের খাদ্যশস্য আগে থেকে মজুদ করতে বলেছে। একই সাথে, ভারত ও পাকিস্তানের মধ্যে উদ্ভূত পরিস্থিতির কথা উল্লেখ করে, রাজ্য সরকার রাজ্যের সীমান্তবর্তী অঞ্চলের জন্য তিন মাসের জন্য খাদ্যশস্যের মজুদ তৈরির ঘোষণা করেছে। যুদ্ধকালীন পরিস্থিতিতে কোন গোডাউনে কত শস্য মজুদ করা যেতে পারে, সে সম্পর্কেও রেশন ডিলারদের কাছ থেকে তথ্য চেয়েছে রাজ্য।

আরও পড়ুনঃ জব্দ হয়েও শিক্ষা হয়নি! ফের ভারতের সেভেন সিস্টার্স নিয়ে বেফাঁস ইউনূস

শস্য মজুদ রাখার জায়গা নেই!

এ ব্যাপারে রেশন ডিলাররা বলছেন, তাদের কাছে দুই মাসের বেশি খাদ্যশস্য রাখার মতো গুদাম বা সংরক্ষণের ব্যবস্থা নেই। এই বিষয়ে ডিলাররা রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ করেছেন। তার যুক্তি হলো, রাজ্যের উচিত ভাড়ায় বাড়ি তৈরির ব্যবস্থা করা। তারপর, সরকারি গুদামে রেশন শস্য সংরক্ষণের ব্যবস্থা করা উচিত। রেশন ডিলারদের সংগঠন ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসুর মতে, ‘আগামী ছয় মাস ধরে শস্য সংরক্ষণের জন্য আমাদের কাছে পর্যাপ্ত শস্যের মজুদ নেই। আমরা কেন্দ্রীয় এবং রাজ্য সরকার উভয়কেই এ বিষয়ে অবহিত করেছি। এমন পরিস্থিতিতে, রাজ্য সরকারের উচিত আমাদের সাহায্য করা।’

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন
গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥