সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যের চাকরিহারাদের জন্য অবশেষে স্বস্তির খবর আসলো! সম্প্রতি সুপ্রিম কোর্টের এক রায়ে 26 হাজার শিক্ষক এবং অশিক্ষক কর্মী চাকরি হারিয়ে পথে বসেছে। আর তাদের জন্য এবার আশার আলো দেখালো মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)।
বহুদিনের অপেক্ষার অবসান ঘটতে চলেছে। আজ মঙ্গলবার, ঠিক বিকেল 5 টায় নবান্নের দিকে তাকিয়ে ছিল হাজার হাজার যোগ্য চাকরিপ্রার্থী। আর ঠিক সেই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট ঘোষণা করে বসলেন।
প্রসঙ্গত জানিয়ে রাখি, আজ মঙ্গলবার দুপুরবেলা নিজের ফেসবুক পোস্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, চাকরিহারা শিক্ষক ভাইবোনদের জন্য আজ ঠিক বিকেল 5 টায় সুপ্রিম কোর্টের নির্দেশনাকে মেনে নবান্নে একটি গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। উক্ত সম্মেলনে সভায় উপস্থিত থাকবেন।
কী জানালেন মুখ্যমন্ত্রী?
প্রসঙ্গত আজ বিকেল 5 টার সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়েছেন, রাজ্যের প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্তরে মোট 44 হাজার 203 টি শূন্যপদে শিক্ষক নিয়োগ করা হবে। হ্যাঁ, একদম ঠিকই পড়েছেন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই এই নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে বলে জানানো হয়েছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে।
আরও পড়ুনঃ টুঁটি চেপে ধরতেই ফোঁস করে উঠল বাংলাদেশ, পাল্টা সেনা পদক্ষেপের হুমকি ভারতকে
আর এই ঘোষণাকে অনেকে চাকরিহারাদের দীর্ঘ লড়াইয়ের ফলাফল হিসেবেই দেখছেন। কারণ গত কয়েক মাস ধরে রাজ্যের শিক্ষক-শিক্ষিকা নিয়োগে যে দুর্নীতি ছড়িয়েছে, তার জেরে মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী আলোচনায় বসতে বাধ্য হয়েছে। প্রসঙ্গত, আজকের আলোচনায় বসার দু’ঘণ্টা আগে মুখ্যমন্ত্রী এবং শিক্ষা মন্ত্রীকে ইমেইল করেছিল যোগ্য শিক্ষক শিক্ষিকার অধিকার মঞ্চ।
আর তারই ফলস্বরূপ মুখ্যমন্ত্রীর সাংবাদিক সম্মেলনে এই বিরাট বড় ঘোষণা করে বসলেন। এখন দেখার, কবে এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয় এবং রাজ্যের চাকরিপ্রার্থীদের মধ্যে স্বস্তি ফিরে আসে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |