শ্বেতা মিত্র, কলকাতা: পেশ করা হয়েছে এবারের কলকাতা পুরসভার (KMC Budget) বাজেট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই হেঁটেছেন মেয়র ফিরহাদ হাকিম। এবার তিনি কলকাতা পুরসভার বাজেট পেশ করলেন। ঘটা করা বাংলার বাড়ি প্রকল্পের সূচনা করেছিলেন মুখ্যমন্ত্রী নিজে। লক্ষ্মীর ভান্ডার সহ রাজ্য সরকারের একাধিক প্রকল্প সাধারণ মানুষের মন জয় করেছে। মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মতো কাজ হলে, বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা নিতে পারবেন বহু মানুষ।
কলকাতা পুরসভার বাজেট পেশ | Kolkata Municipal Corporation Budget |
আসন্ন নির্বাচনের আগে এই প্রকল্পই হয়ে উঠতে পারে শাসক দলের স্বস্তির অন্যতম কারণ। সেই লক্ষ্যে বাজেটেও বাড়ল বরাদ্দ। রাজ্য বাজেটের মতো কলকাতা পুরসভার বাজেটেও বাংলার বাড়ি প্রকল্পে জোর দেওয়া হয়েছে। প্রকল্পের আওতায় কাজ শুরু করার জন্য চিন্থিত করা হয়েছে জমি। কলকাতার ১৬টি জায়গাকে চিহ্নিত করা হয়েছে। ওদিকে নতুন বাজেটে ২ থেকে ৩ কাঠা জায়গায় বাড়ি তৈরির ক্ষেত্রে অনুমোদন ফি ৫০ শতাংশ কমানো হয়েছে।
প্রধানমন্ত্রী আবাস যোজনার ধাঁচে মমতা বন্দোপাধ্যায় এই বাংলা আবাস যোজনা শুরু করেছে। রাজ্যের নিজস্ব এই বাংলা আবাস যোজনার নাম-ই ‘বাংলার বাড়ি’। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে তুলে ২০২৪-এর ডিসেম্বরে নয়া প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী। এই প্রকল্পে রাজ্য়ের ২১ জেলায় যোগ্য দাবিদার পরিবারকে দুই কিস্তিতে ১ লক্ষ ২০ হাজার টাকা করে দেবে রাজ্য সরকার-ই।
বাজেটে বাড়ানো হয়েছে বোরো ফান্ড। বোরো ফান্ডে ২৫ লক্ষ টাকার বদলে এবার বরাদ্দ করা হয়েছে ৩০ লক্ষ টাকা। অতিরিক্ত ১৬ লক্ষ উপভোক্তাকে বাড়ি তৈরি করে দেওয়ার উদ্দেশ্য নিয়ে আরও ৯,৬০০ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার।
আরও পড়ুনঃ ৫০০ টাকায় চিন্তামুক্ত, কলকাতা এয়ারপোর্টে চালু নয়া পরিষেবা! বিরাট উপকৃত হবেন যাত্রীরা
কার পার্কিং খাতে অনেক টাকা বরাদ্দ
বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ কমানো হয়েছে। এবারের বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ করা হয়েছে ১৮০.০৫ কোটি টাকা। ২০২৪-২৫ অর্থবর্ষে স্বাস্থ্যখাতে বরাদ্দ করা হয়েছিল ১৮৬. ৫৫ কোটি টাকা। কার পার্কিং খাতে আয়ের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে ২১ কোটি টাকা। ২০২৪-২৫ অর্থবর্ষে কার পার্কিং খাতে কলকাতা পুরসভার আয়-হয়েছিল ১৩.৪৬ কোটি টাকা। লাইসেন্স খাতে এই আয়ের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে ৮০ কোটি টাকা। ২০২৫-২৬ অর্থবর্ষে কলকাতা পুরসভার আয়ের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে ৫,৫২৪.৮৪ কোটি টাকা। আর ব্যয়ের লক্ষ্য মাত্র রাখা হয়েছে ৫,৬৩৯.৫৬ কোটি টাকা।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |