শ্বেতা মিত্র, কলকাতাঃ রাজ্যের শিক্ষা ব্যবস্থার ভাবমূর্তি বজায় রাখার জন্য বদ্ধপরিকর সরকার। মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Pariksha) আগে থেকে ব্যবস্থা নিতে শুরু করেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। স্কুলে স্কুলে ইতিমধ্যে নির্দেশিকা পাঠানো হচ্ছে বলে জানা গিয়েছে।
নির্দেশিকা জারি মধ্যশিক্ষা পর্ষদের
মাধ্যমিক পরীক্ষার আগে প্রতি বছর নিয়মমাফিক হয়ে আসছে ‘টেস্ট’ পরীক্ষা। পড়ুয়াদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা মাধ্যমিকে বসার আগে এই টেস্ট পরীক্ষা প্রত্যেক পড়ুয়ার জন্য গুরুত্বপূর্ণ। বলা হয় মাধ্যমিক হল ছাত্র জীবনের প্রথম বড় পরীক্ষা। এহেন গুরুত্বপূর্ণ পরীক্ষা শুরু হওয়ার অনেক আগে থেকে সতর্কতা অবলম্বন করছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ।
টেস্ট পরীক্ষা মূলত স্কুল ভিত্তিক হয়ে থাকে। মাধ্যমিক পরীক্ষার আগে পড়ুয়াদের প্রস্তুতি ঝালিয়ে নেওয়া হয় এই টেস্টের মাধ্যমে। টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে অনেক সময় ক্ষোভ থাকে। প্রশ্ন সিলেবাসের বাইরে থেকে দেওয়া হয়েছে, এমন অভিযোগ রাজ্যে নতুন নয়। তাছাড়া প্রশ্ন পত্রে ভুলভ্রান্তির মতো অভিযোগের কথা শোনা যায়। আসন্ন টেস্ট পরীক্ষায় স্কুলগুলো যাতে বিতর্ক কিংবা ত্রুটি এড়িয়ে চলে, সেই লক্ষ্যে স্কুলে স্কুলে পাঠানো হচ্ছে নির্দেশিকা।
সিলেবাসেও বদল!
সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, সিলেবাসের বাইরে থেকে কোনও প্রশ্ন করা যাবে না, বিতর্কিত প্রশ্নও এড়িয়ে চলতে হবে। প্রশ্নপত্র সংক্রান্ত কোনও অভিযোগ উঠলে তার দায়ভার নিতে হবে সেই স্কুলের প্রধান শিক্ষককে। টেস্ট পরীক্ষা স্কুল ভিত্তিক। তাই একই এলাকার মধ্যে থাকা স্কুলগুলোর প্রশ্নপত্র যাতে আলাদা আলাদা হয়ে সে ব্যাপারেও সতর্ক করে দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। পর্ষদের স্পষ্ট নির্দেশ, একাধিক স্কুল একসঙ্গে প্রশ্নপত্র তৈরি করতে পারবে না।
টেস্ট পরীক্ষা ছাড়াও মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত আরও একটি আপডেট রয়েছে। যারা ২০২৫ সালে ক্লাস টেনের পরীক্ষায় বসতে চলেছেন এই আপডেট তাঁদের জন্য জরুরি। মাধ্যমিক পরীক্ষার ফর্ম ফিল-আপ পদ্ধতিতে পরিবর্তন হতে পারে। জোর দাবি করা হচ্ছে, নতুন পদ্ধতিতে হবে মাধ্যমিক ২০২৫-এর ফর্ম ফিল-আপ। পরীক্ষা কেন্দ্রে গিয়ে ছাত্রছাত্রীদের যাতে কোনও সমস্যার সম্মুখীন না হতে হয়, সে জন্য নিয়ে আসা হচ্ছে নতুন ব্যবস্থা।