বিক্রম ব্যানার্জী, কলকাতা: এসপ্ল্যানেড-শিয়ালদহ মেট্রো নিয়ে বড় আপডেট! জানা যাচ্ছে, কলকাতা মেট্রো রেল কর্পোরেশনের তরফে সম্প্রতি ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের (Esplanade-Sealdah Metro) একটি বড় কাজ হাতে নেওয়া হয়েছে। সূত্রের খবর, ইস্ট-ওয়েস্ট মেট্রোর খোলা অংশগুলি সিল করার কাজ শুরু হয়েছে। খোঁজ নিয়ে জানা গেল, মূলত এসপ্ল্যেনেড স্টেশনের 98 ফুট গভীর দুটি টানেল বোরিং মেশিন শ্যাফট সিল করার কাজ শুরু করে দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।
জুলাইয়ের মধ্যে শেষ হবে কাজ
বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, 2019 সালের জানুয়ারি-ফেব্রুয়ারি মাস নাগাদ চুন্ডি ও উর্ভির মতো টানেল বোরিং মেশিন চালু করার জন্য ইস্ট-ওয়েস্ট মেট্রোতে দুটি শ্যাফট তৈরি করা হয়েছিল। সেই পর্ব কাটিয়ে দীর্ঘ 4 বছর পর এবার সেই শ্যাফটগুলি সিল করার কাজ করেছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। যা মূলত প্রকল্প সমাপ্তির দিকে ইঙ্গিত দিচ্ছে।
সাধারণত মেট্রো প্রকল্পের সিলিং কাজ তৃতীয় রেল স্থাপনের আগে শেষ করা হয়ে থাকে। তবে এ ক্ষেত্রে সিভিল কাজ, ট্রেন ট্রায়াল ও বৈদ্যুতিক কাজগুলি একসঙ্গে চালানোর জন্য সিলিং কাজ পিছিয়ে দেওয়া হয়েছিল।
তবে বর্তমানে তা শুরু হয়েছে। যার হাত ধরে খুব শীঘ্রই এসপ্ল্যানেড মেট্রো প্রকল্পের বিরাট কর্মযোগ্য শেষ হবে বলেই আশা করা যায়। আপাতত মেট্রো সূত্রে যা খবর, আগামী জুলাই মাসের মধ্যে ইস্ট-ওয়েস্ট মেট্রোর ওই সিলিং কাজ শেষ হয়ে যাবে।
অবশ্যই পড়ুন: হঠাৎ কী হল মোহনবাগানে? দল ছাড়ছেন ৩ বড় ফুটবলার!
প্রসঙ্গত, গত বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে এসপ্ল্যানেড-হাওড়া ময়দান অংশ উদ্বোধনের পর এই মেট্রো অংশটি গঙ্গার নিচ থেকে যাওয়া মেট্রো হিসেবে পরিচিতি লাভ করেছিল।
বিশেষজ্ঞরা ধারণা করছেন, বর্তমানে চলমান এসপ্ল্যানেড-শিয়ালদহ মেট্রো অংশে সিলিংয়ের কাজ শেষ হলেই পুরো রুটের বাণিজ্যিক পরিষেবা চালু হতে আর কোনও বাধা থাকবে না। কলকাতা মেট্রোর এক কর্মকর্তা জানিয়েছেন, আগামী জুলাই মাসের মধ্যেই সিলিং প্রক্রিয়া সম্পন্ন হবে, আর সেই কাজ হয়ে গেলেই ইস্ট ওয়েস্ট-মেট্রো প্রকল্পের কাজও শেষ হয়ে যাবে বলা যায়।