আবাস যোজনায় নতুন আবেদন নিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার, আপনিও পাবেন টাকা, জানুন উপায়

Published on:

bangla awas yojana

শ্বেতা মিত্র, কলকাতাঃ মানুষের মাথার ওপর পাকা ছাদ নিশ্চিত করার জন্য সরকারের পক্ষ থেকে প্রকল্প চালানো হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে থাকা কেন্দ্রীয় সরকার শুরু করেছে পিএম আবাস যোজনা (Pradhan Mantri Awas Yojana)। পশ্চিমবঙ্গেও এই প্রকল্প চালু করা হয়। তবে রাজ্যে চারিদিক থেকেই এই প্রকল্প নিয়ে নানান দুর্নীতির অভিযোগ ওঠে। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে থাকা রাজ্য সরকার শুরু করে নিজস্ব আবাস যোজনা। রাজ্য সরকারের এই প্রকল্পের মাধ্যমেই গরীব ও মধ্যবিত্ত পরিবারের সদস্যরা মাথার ওপর পেয়ে যেতে পারেন পাকা ছাদ।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

রয়েছে কিছু শর্ত

বঙ্গ সরকারের এই আবাস যোজনা থেকে সুবিধা লাভ করতে হলে কিছু শর্ত পুরণ করতে হবে। এই শর্ত পূরণ না করতে পারলে প্রকল্পের সুবিধা লাভ করতে পারবেন না। কেন্দ্রের আবাস যোজনার বিরুদ্ধে রাজ্য সরকারের অভিযোগ ছিল, যারা এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য নয়, তারাও অসাধু উপায়ে সুবিধা লাভ করেছে। এরপরেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার নিজস্ব প্রকল্পটি শুরু করার সিদ্ধান্ত নেয়।

কীভাবে আবেদন করা যাবে?

কীভাবে এই প্রকল্পের সুবিধা লাভ করবেন? দু’টি উপায়ে রাজ্য সরকারের এই প্রকল্প থেকে সুবিধা আদায় করা যেতে পারে। প্রথমত আবেদন করতে হবে। আবেদন করা যেতে পারে লিখিত উপায়ে। আবাস যোজনার জন্য কাগজে আবেদন লিখে সেটা জমা দিতে হবে ব্লক উন্নয়ন অফিসে। আবেদন করার আর একটা সহজ উপায় হল মুখ্যমন্ত্রীর হেল্প ডেস্ক নম্বরে সরাসরি ফোন। সোমবার থেকে শনিবার পর্যন্ত সকাল ৯ টা থেকে সন্ধ্যায় ৬ টা পর্যন্ত ৯১৩৭০৯১৩৭০ নম্বরে ফোন করে আবেদন করতে পারেন। আবেদন মঞ্জুর হলে পাকা বাড়ি তৈরি করার জন্য রাজ্যসরকারের কোষাগার থেকে সরাসরি পেয়ে যেতে পারেন ১ লক্ষ ২০ হাজার টাকা।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

কারা এই প্রকল্প থেকে আর্থিক সাহায্য পাওয়ার যোগ্য?

১) যাদের পরিবারের কোনও সদস্য সরকারী চাকরি করেন, তারা আবেদন করতে পারবেন না।

২) তিন চাকা বা চার চাকার গাড়ি থাকলে আবেদন করা যাবে না।

৩) আয়কর, ট্যাক্স ইত্যাদি প্রদান করলে আবেদন করার যোগ্য নন।

৪) মাসিক আয় ১৫,০০০ টাকার বেশি হলেও আবেদন করা যাবে না।

৫) অকৃষি কাজের সঙ্গে যুক্ত থাকলেও যোগ্য প্রার্থী হিসেবে গণ্য করা হবে না।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group