Indiahood-nabobarsho

শিয়ালদা, এসপ্ল্যানেড রুটে প্রতীক্ষার অবসান! জানুয়ারিতেই জুড়বে ইস্ট ওয়েস্ট মেট্রো

Published on:

sealdah esplaned metro

শ্বেতা মিত্রঃ কলকাতা মেট্রো (Kolkata Metro) পরিষেবা নিয়ে অবশেষে এসে গেল সেই সুখবর যেটার জন্য অপেক্ষা করছিলেন সকলে। বিশেষ করে যারা ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা নিয়ে দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন তাঁদের স্বপ্নপূরণ হতে চলেছে। জানা যাচ্ছে, চলতি মাস অর্থাৎ জানুয়ারি মাসেই শিয়ালদা-এসপ্ল্যানেড পর্যন্ত অংশে পরীক্ষা নিরীক্ষার কাজ শেষ হবে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ইস্ট-ওয়েস্ট মেট্রো নিয়ে বড় খবর

২০২৪ সালের শেষের দিকেই শোনা গিয়েছিল যে নতুন বছরের জানুয়ারি মাসেই ট্রায়াল রান শুরু হতে পারে শিয়ালদা-এসপ্ল্যানেড পর্যন্ত অংশে। গত মাসেই কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয়কুমার রেড্ডি ইস্ট-ওয়েস্ট করিডরের এসপ্ল্যানেড-শিয়ালদহ শাখায় ট্রলি পরিদর্শন করেন। বেশ কয়েকটি অবনমনের ঘটনার পরে এই অংশের কাজ অনেকটা শেষের দিকে বলে খবর। সম্পূর্ণরূপে চালু হলে ইস্ট-ওয়েস্ট করিডর, যা গ্রিন লাইন নামেও পরিচিত, হাওড়া ময়দানের সঙ্গে সল্টলেক সেক্টর ৫-এর সংযোগ স্থাপন করবে। বর্তমানে হাওড়া ময়দান-এসপ্ল্যানেড রুটে এবং শিয়ালদহ-সেক্টর ৫ রুটে মেট্রো চলছে। এখন সকলেই অধীর আগ্রহের সঙ্গে অপেক্ষা করছেন এসপ্ল্যানেড-শিয়ালদহ রুটে মেট্রো কবে ছুটবে সেটার জন্য।

জানা গিয়েছে, এখন এই রুটে প্রসারিত নির্মাণের কাজ দ্রুত এগিয়ে চলেছে। জানা যাচ্ছে, জানুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকে এই অংশে পরীক্ষা শুরু হবে। পাকাপাকিভাবে মেট্রো দৌড় করানোর জন্য আগে অটোমেটিক সিগন্যালিং সিস্টেম খতিয়ে দেখা জরুরি বলে মোট মেট্রো কর্তৃপক্ষের।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

শুরু হবে পরীক্ষা

এই পরীক্ষা নিরীক্ষা শেষ হওয়ার পর রুটটি পরিদর্শনের জন্য কমিশনার অব রেলওয়ে সেফটির কাছে আবেদন জানানো হবে। এদিকে এই আবেদন গৃহীত হলেই শিয়ালদা-এসপ্ল্যানেড অবধি বাণিজ্যিক পরিষেবা শুরু হবে। ইস্ট-ওয়েস্ট মেট্রর পুরো ১৬ কিমি অবধি সচল হয়ে যাবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group