শ্বেতা মিত্র, কলকাতাঃ উচ্চমাধ্যমিক পরীক্ষার (Higher Secondary) আগে এবার বড় সিদ্ধান্ত নিতে পারে সংসদ। পরীক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখেই উচ্চমাধ্যমিক সংসদের পক্ষ থেকে নেওয়া হতে পারে বড় পদক্ষেপ। বড় কেন্দ্র সম্পর্কিত সমস্যা দূর করার জন্য দ্রুত কোনও সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।
কোন সমস্যার সমাধান করতে চাইছে উচ্চমাধ্যমিক সংসদ?
প্রতি বছর উচ্চমাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে কিছু না কিছু অভিযোগ থেকেই যায়। যার মধ্যে অন্যতম পরীক্ষা কেন্দ্র। পরীক্ষা কেন্দ্র খুঁজে বের করতে গিয়ে পড়ুয়া কিংবা পড়ুয়াদের অভিভাবকদের একাংশ হিমশিম খান। পরীক্ষার্থী বুঝতে না পেরে ভুল কেন্দ্রে চলে গিয়েছেন, এমন ঘটনার কথাও শোনা যায়। কার পরীক্ষার সিট কোথায় পড়েছে, সে ব্যাপারে অনেক সময় বিভ্রান্তি কাজ করে। সেই সমস্যা দূর করার জন্যই এবার ব্যবস্থা গ্রহণ করার পথে উচ্চমাধ্যমিক সংসদ।
কোন পথে আসবে সমস্যার সমাধান?
সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, উচ্চমাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের ব্যাপারে সংশয় দূর করার জন্য এবার ‘ভেন্যু’ বা পরীক্ষা কেন্দ্রের নাম লিখে দেওয়া হবে অ্যাডমিট কার্ডেই। কার্ডে পরীক্ষা কেন্দ্রের কথা স্পষ্ট করে উল্লেখ করা থাকলে পড়ুয়া কিংবা তাঁদের অভিভাবকদের মন থেকেও সংশয় দূর হবে বলে আশা করা হচ্ছে। পরীক্ষায় বসার জন্য অ্যাডমিট কার্ড বাধ্যতামূলক। পরীক্ষা কেন্দ্রে প্রত্যেক পরীক্ষার্থীকেই অ্যাডমিট নিয়ে যেতে হয়। এবার যদি কার্ডেই পরীক্ষা কেন্দ্রের নাম লেখা থাকে, তাহলে ঠিকানা খুঁজে পেতে অসুবিধা হওয়ার কথা হয়।
প্রথম দিনেই মূল সমস্যা
ছাত্রছাত্রীরা যে স্কুলে পড়েন, সেখান থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের নাম জানিয়ে দেওয়া হয়। সমস্যা হয় পরীক্ষার প্রথম দিন। অন্য যে সেন্টারে সিট পড়ে, সেটা খুঁজে বের করতে গিয়ে অনেকে সমস্যায় পড়েন, কেউ-বা চলে যান ভুল জায়গায়। কোনও কোনও ক্ষেত্রে এমনটাও দেখা গিয়েছে, পরীক্ষার দিন যাতে কোনও অসুবিধা না হয়, সে জন্য আগে থেকে কেউ কেউ সেন্টার দেখে আসেন। এবার সংসদ থেকে যদি কার্ডেই কেন্দ্রের নাম লিখে দেওয়া হয়, তাহলে হয়তো আর এতো ঝক্কি পোহাতে হবে না।