হাওড়া থেকে সোজা বিমানবন্দর, স্বপ্নপূরণের পথে বড়সড় পদক্ষেপ কলকাতা মেট্রোর

Updated on:

kolkata airport metro

শ্বেতা মিত্র, কলকাতাঃ যত সময় এগোচ্ছে ততই কলকাতা মেট্রোর (Kolkata Metro) মুকুটে একের পর এক নয়া পালক জুড়ছে। এবারও তার ব্যতিক্রম ঘটল না। তবে এবার কলকাতা মেট্রোর তরফে যে উদ্যোগ নেওয়া হয়েছে তা দেখে চমকে গিয়েছেন সকলে। কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছেন, দমদম ক্যান্টনমেন্ট এবং বিমানবন্দরের মধ্যে ট্র্যাক পাতার কাজ শেষ হয়েছে। যারপরে সেদিন হয়তো আর খুব বেশি দেরি নেই যখন শহরের প্রতিটি জায়গা মেট্রোর সঙ্গে জুড়ে যাবে। সবথেকে বড় কথা, সব মেট্রো লাইনের কাজ শেষ হলে হাওড়া থেকে মেট্রোতে করে সহজেই কলকাতা বিমানবন্দরে পৌঁছে যাওয়া সম্ভব হবে। শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই দিনের আলোর মতো সত্যি।

বড় চমক কলকাতা মেট্রোর

WhatsApp Community Join Now

খুব শীঘ্রই মেট্রোতে করে বিমানবন্দর যাওয়ার পথ আরও মসৃণ হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। এই করিডর চালু হলে যাত্রীরা ব্লু (নিউ গড়িয়া-দক্ষিণেশ্বর), গ্রিন (হাওড়া ময়দান-এসপ্ল্যানেড) এবং অরেঞ্জ (ইএম বাইপাসের রুবি-নিউ গড়িয়া) লাইন দিয়ে নোয়াপাড়া হয়ে বিমানবন্দরে যেতে পারবেন। সবচেয়ে তাৎপর্যপূর্ণভাবে, হাওড়া স্টেশনকে বিমানবন্দরের সঙ্গে যুক্ত করা হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

মেট্রো রেলের তরফে জানানো হয়েছেন সেটা অনুযায়ী, গতকাল সোমবার মেট্রো রেলের জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি  প্রথমবারের মতো দমদম ক্যান্টনমেন্ট থেকে ইয়েলো লাইনের জয় হিন্দ (বিমানবন্দর) অংশে ট্রলিতে করে কাজ পরিদর্শন করেছেন। তিনি অংশের কাজের সার্বিক অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন।

ইয়েলো লাইন পরিদর্শন মেট্রোর জেনারেল ম্যানেজারের

জানা গিয়েছে, প্রাথমিকভাবে নোয়াপাড়া থেকে একটি মেট্রো রেকে চাপেন মেট্রো রেলওয়ের জেনারেল ম্যানেজার এবং উচ্চপদস্থ কর্তারা। ৩ কিমি পথ পেরিয়ে আসেন দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে। আর তারপর ট্রলিতে চেপে এয়ারপোর্ট মেট্রো স্টেশনে (জয় হিন্দ) আসেন। এয়ারপোর্ট মেট্রো স্টেশনের প্ল্যাটফর্ম, মেঝে, প্রবেশপথ, বাইরে যাওয়ার যাওয়ার পথ, বিমানবন্দরের সঙ্গে যুক্ত থাকা সাবওয়ের কাজ খুঁটিয়ে দেখেন তিনি।

আরও পড়ুনঃ ৪০ বছর পূর্তি উপলক্ষে নয়া উদ্যোগ কলকাতা মেট্রোর, ফের নামছে নন AC রেক! কোন রুটে চলবে?

এখন নিশ্চয়ই ভাবছেন ইয়েলো লাইন মানে কোনটি? এটি হল নোয়াপাড়া-বারাসত মেট্রো লাইন। এই লাইনটি ১৬ কিমি অবধি বিস্তৃত। যতদূর জানা যাচ্ছে, এই ইয়েলো লাইনের হাত ধরেই প্রাথমিকভাবে এয়ারপোর্ট মেট্রো স্টেশনের বাণিজ্যিক পরিষেবা শুরু করার পরিকল্পনা করা হচ্ছে।

এবার মেট্রোতে করে যাওয়া যাবে হাওড়া-বিমানবন্দর | Howrah To Airport Metro |

এই জয় হিন্দ মেট্রো স্টেশন একবার চালু হয়ে গেলে হাওড়া থেকে কলকাতা বিমানবন্দরে আসতে পারবেন যাত্রীরা। নিশ্চয়ই ভাবছেন কীভাবে? তাহলে এর জন্য আপনাকে প্রথমে হাওড়া থেকে মেট্রো ধরে এসপ্ল্যানেডে আসতে হবে। সেখান থেকে নর্থ-সাউথ করিডরের মেট্রো ধরে নোয়াপাড়ায় যেতে হবে তাঁদের। সেখানে কলকাতা বিমানবন্দরে পৌঁছে যেতে পারবেন। একইভাবে নিউ গড়িয়া থেকে নোয়াপাড়া হয়ে পৌঁছাতে পারবেন কলকাতা বিমানবন্দরে।

সঙ্গে থাকুন ➥