Indiahood-nabobarsho

সুপ্রিম কোর্টে DA মামলার শুনানির আগেই সুখবর, মুখে হাসি সরকারি কর্মীদের

Published on:

Da case in SC

সহেলি মিত্র, কলকাতাঃ ফের একবার বকেয়া ডিএ (DA) ইস্যুতে অপেক্ষার অবসান ঘটতে চলেছে বাংলার সরকারি কর্মীদের। আবারও একবার সুপ্রিম কোর্টে উঠতে চলেছে দীর্ঘ প্রতীক্ষিত মামলা। তবে এবারের শুনানি নিয়ে আগের থেকে কিছুটা হলেও আত্মবিশ্বাসী সরকারি কর্মী থেকে শুরু করে বিভিন্ন সংগঠনের নেতারা। এর কারণ সামনে এবার এমন এক আপডেট এসেছে যা সকলের মনোবল বাড়িয়ে দিয়েছে। আর এই বিষয়ে স্বয়ং সামাজিক মাধ্যমে পোস্ট শেয়ার করেছেন রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের নেতা মলয় মুখোপাধ্যায়।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

DA ইস্যুতে মনোবল বাড়ল সরকারি কর্মীদের?

এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন যে কী এমন আপডেট এসেছে? জেনে নিন সবটা। বিগত বেশ কিছু বছর ধরে বাংলার ডিএ মামলা ঝুলে রয়েছে দেশের শীর্ষ আদালতে। এদিকে নয়া বছরে যাতে ডিএ মামলার একটা হেস্তনেস্ত হয়ে যায়, সেই আশা করেছিলেন সরকারি কর্মীরা। কিন্তু সেগুরে বালি। ২০২৫ সালে এখনও অবধি মনের মতো শুনানি পাননি সরকারি কর্মীরা। এদিকে আগামী ৭মে ফের একবার বাংলার ডিএ মামলার শুনানি রয়েছে। তবে এখানেই রয়েছে ট্যুইস্ট।

২০২২ সালে সুপ্রিম কোর্টে ডিএ মামলা শুরু হওয়ার পর এই প্রথমবার মামলার বিবরণীতে এটিকে “Top of the List” বা তালিকার শীর্ষে রাখা হয়েছে। এর মানে দাঁড়াচ্ছে, আগামী ৭ মে প্রথমেই এই মামলার শুনানি হবে। এই ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এর ফলে আশা করা হচ্ছে যে মামলাটি ওই দিন অবশ্যই শোনা হবে এবং কোনো কারণে পিছিয়ে যাওয়ার সম্ভাবনা কম। যদিও অন্য কথা বলছেন সরকারি কর্মীদের নেতা।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুনঃ মধ্যবিত্তের চাপ কমিয়ে স্বস্তি দিচ্ছে সোনা-রুপোর দাম! রইল আজকের লেটেস্ট রেট

সুখবরের অপেক্ষায় সরকারি কর্মীরা

মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, আগামী ৭ মে, ২০২৫-এ সুপ্রিম কোর্টে ডিএ মামলা মাননীয় তিন বিচারপতি বিক্রম নাথ, মাননীয় সঞ্জয় কারোল এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে ২ নম্বর সিরিয়ালের উঠতে চলেছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group