Indiahood-nabobarsho

লটারিতে কোটি টাকা ফেঁসেও শান্তি নেই জীবনে! ঘুম উড়ল বীরভূমের পরিযায়ী শ্রমিকের

Published on:

Birbhum migrant worker wins 1 crore Rupees in lottery

বিক্রম ব্যানার্জী, বীরভূম: রাতের ঘুম উড়েছে বীরভূমের (Birbhum) মল্লারপুরের বাহিনা মোড়ের বাসিন্দা সঞ্জয় বাদ্যকারের! কারণটা অবশ্য আনন্দের। নুন আনতে পান্তা ফুরনো সংসারে লক্ষী লাভ হয়েছে যে। কিন্তু কীভাবে? খোঁজ নিয়ে জানা গেল, ডিয়ার লটারির টিকিট কেটে রাতারাতি কোটিপতি হয়েছেন সঞ্জয় বাবু। আর তাতেই রাতের ঘুম কেড়েছে দুশ্চিন্তা। লটারিতে কোটি টাকা ফেঁসেছে জানতেই দ্বিতীয় কোনও আকর্ষণের কথা চিন্তা না করে সোজা থানায় হাজির হন বীরভূমের পরিযায়ী শ্রমিক সঞ্জয়। তারপর?

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

লটারিই ফেরালো পরিযায়ী শ্রমিকের ভাগ্য

পেটের জ্বালা নিবারণের তাগিদে পরিযায়ী শ্রমিকের কাজ বেছে নিয়েছিলেন বীরভূমের সঞ্জয় বাদ্যকর। পরিবারের অবস্থা একেবারে ভেসে যায় ভেসে যায়! তাই বাধ্য হয়েই কর্মসূত্রে চেন্নাইতে থাকতেন সঞ্জয় বাবু। সেখান থেকেই মাসে মাসে টাকা পাঠাতেন বাড়িতে। সম্প্রতি চেন্নাইতে দীর্ঘদিন রাজমিস্ত্রির কাজ করার পর ছুটি নিয়ে বীরভূমের বাড়িতে ফেরেন সঞ্জয়। দেশের বাড়িতে পা পড়তেই, এল বড় সুখবর।

জানা যাচ্ছে, বৃহস্পতিবার বোলপুর স্টেশনে নামতেই পাশের এক টিকিট কাউন্টার থেকে 30 টাকার ডিয়ার লটারির একটি টিকিট কিনেছিলেন সঞ্জয় বাদ্যকর। পরবর্তীতে, বাড়ি ফিরে পরিবারের সাথে ব্যস্ততার মাঝে টিকিটের নম্বর যাচাই করা হয়নি। পরে যখন দেখলেন চোখ উঠেছিল কপালে। লটারির টিকিটের নম্বর মিলিয়ে দেখতেই সঞ্জয় বাবু জানতে পারেন তাঁর টিকিটে প্রথম পুরস্কার অর্থাৎ 1 কোটি টাকা বেঁধেছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

প্রথমদিকে সে কথা বিশ্বাস করতে না পারলেও ধীরে ধীরে মানসিক টানাপোড়নের মধ্যেই শয়ে যায় মনে। পাছে টিকিট চুরি যায় সেই ভয়ে সটান থানায় পৌঁছন পেশায় পরিযায়ী শ্রমিক সঞ্জয়। সূত্রের খবর, মল্লারপুরের থানায় আপাতত তাঁর পুরস্কার জয়ী টিকিট সঞ্চিত রাখা হয়েছে। কিন্তু এই বিরাট অর্থ দিয়ে কী করবেন তিনি? সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেকথাও জানিয়েছেন পুরস্কার বিজেতা।

অবশ্যই পড়ুন: কেরিয়ার প্রায় শেষই হয়ে গিয়েছিল! কীভাবে মোহনবাগানের বিশ্বাস হয়ে উঠলেন দীপেন্দু?

কোটি টাকার পরিকল্পনা

লটারিতে কোটি টাকা বেঁধেছে বীরভূমের বাসিন্দা সঞ্জয় বাদ্যকারের। যে খবর পেতে না পেতেই তাঁর বাড়িতে উপস্থিত হয়েছিলেন অনেকেই। শোনা যাচ্ছে, কয়েকজন সাংবাদিকও সঞ্জয়ের অনুভূতি ক্যাপচার করতে গিয়েছিলেন। আর এরপরই নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মুখ খুললেন সঞ্জয়। কোটি টাকা দিয়ে কী করবেন? পেশায় পরিযায়ী শ্রমিক সঞ্জয় বলেন, এখনও সব পরিকল্পনা করে উঠতে পারেননি তিনি। তবে পুরস্কারের কিছু টাকা দিয়ে বাড়িঘর ঠিক করার ইচ্ছে রয়েছে তাঁর। তাছাড়াও বেশ কিছু জমিও কিনবেন বলেও ইচ্ছে জাহির করেছেন ওই বীরভূমবাসী।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group